Homeদেশের গণমাধ্যমে‘আমার বয়স ১৭, বাবার জেলে থাকার বয়সও ১৭’

‘আমার বয়স ১৭, বাবার জেলে থাকার বয়সও ১৭’

[ad_1]

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা হামলায় অন্য আসামিদের সঙ্গে খালাস পেয়েছেন জাহাঙ্গীর আলমও। আদালতের রায়ের পর তার মেয়ে সাফাজ হুমাইরা আক্ষেপ প্রকাশ করে বলেছেন, আমার বয়স ১৭ বছর, আমার বাবার জেলে থাকার বয়সও ১৭ বছর।

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রোববার (১ ডিসেম্বর) মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া সাফাজ হুমাইরা বলেন, আমার বয়স যখন ৪ মাস, আমি কথাও বলতে পারতাম না। আব্বুকে চিনতামও না। তখন থেকে আমার আব্বু নাই। আমি জন্মের পর থেকে বাসায় কখনো আব্বুকে দেখিনি।

তবে বাবা খালাস পাওয়ায় মেয়ে হিসেবে খুশির শেষ নেই হুমাইরার। আনন্দ প্রকাশ করে বলেন, আমি যখন ক্লাস সিক্সে তখন একবার জেলখানায় আব্বুর সঙ্গে দেখা হয়েছে। এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আজ আমি অনেক খুশি।

জাহাঙ্গীরের বোন দাবি করেন, তার ভাই ও বাবার নাম অন্য আসামির নাম-পরিচয়ের সঙ্গে মিল থাকায় এ মামলায় তাকে ভুলভাবে গ্রেফতার করা হয়েছে।

জাহাঙ্গীর আলম ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তার বাবার ব্যবসা দেখাশোনা করতেন। তাকে গ্রেফতারের পর একমাস গুম করে রাখা হয়েছিল। এরপর তার হদিস মিললেও এতদিন এ মামলার বিচারককাজ চলমান ছিল। অতঃপর হাইকোর্ট আজ জাহাঙ্গীরের মামলার রায় দেন।

এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত