Homeরাজনীতিবন্ধু প্রতিবেশী রাষ্ট্র চাই, আগ্রাসী নয়: জামায়াত আমির

বন্ধু প্রতিবেশী রাষ্ট্র চাই, আগ্রাসী নয়: জামায়াত আমির

[ad_1]

দেশ এখনো ১৫ বছরের জঞ্জালমুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সব জাতীয় ইস্যুতে জনগণের ইস্পাতকঠিন ঐক্য প্রয়োজন। এ দেশ কারও একার নয়, সবার।

গতকাল রোববার সকালে খুলনার খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় শফিকুর রহমান এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, মর্যাদাশীল দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। পরনির্ভরশীল নয়, কৃষি ও শিল্পকে গুরুত্ব দিয়ে দেশ গড়া প্রয়োজন। প্রভু নয়, বন্ধু প্রতিবেশী রাষ্ট্র চাই উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো আগ্রাসী হাত আমরা দেখতে চাই না।’

বিকেলে দলটির ফরিদপুর জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির। এ সময় তিনি বলেন, এমন একটি দেশ গড়ব, যেখানে ধর্ম-বর্ণে হানাহানি থাকবে না। মন্দির, মসজিদ, গির্জা পাহারা দেওয়ার দরকার হবে না। মানুষ মানুষকে সম্মান করবে এবং মাথা উঁচু করে দাঁড়াবে।

দেশের ভাগ্যোন্নয়নে পুরুষের পাশাপাশি নারীর যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রে অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, নারীরা রাস্তায় চলাফেরা করা ও কর্মস্থল এবং সমাজে মর্যাদার সঙ্গে তাঁদের কাজ সম্পাদন করতে পারবেন। দেশের ভাগ্যোন্নয়নে পুরুষের পাশাপাশি তাঁদের মেধা ও যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্র রাখা হবে।

দেশের সবার হাতকে কর্মীর হাতে পরিণত করা হবে বলে প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। জোর করে কাউকে কালো বোরকা পরানো হবে না বলে জানান তিনি। বলেন, ‘আমাদের ব্যাপারে অপবাদ আছে, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না। মানুষের মনে ভীতি সঞ্চার করা হয়েছিল। রাসুল (সা.) যুদ্ধক্ষেত্রে মহিলাদের শামিল করেছেন, আমরা কে তাঁদের ঘরে তালাবদ্ধ করে রাখার। ভয় দেখানো হয়, নারীদের জোর করে কালো বোরকা পরানো হবে। না, জোর করে কাউকে কালো বোরকা পরানো হবে না। মনের খুশিতে মর্যাদার প্রতীক হিসেবে যাঁরা পরতে চান, তাঁরা পরবেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত