Homeদেশের গণমাধ্যমেআবারও রংপুরের জেতা ম্যাচ হাতছাড়া 

আবারও রংপুরের জেতা ম্যাচ হাতছাড়া 

[ad_1]


ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৩, ২ ডিসেম্বর ২০২৪  
আপডেট: ০১:৪৮, ২ ডিসেম্বর ২০২৪

আবারও রংপুরের জেতা ম্যাচ হাতছাড়া 


নিশ্চিত জেতা ম্যাচে টাই করে সুপার ওভারের হারের ক্ষত এখনো শুকায়নি। এবারও ভিক্টোরিয়ার বিপক্ষে সহজ সুযোগ হাতছাড়া করলো রংপুর রাইডার্স। চলমান গ্লোবাল সুপার লিগে বাংলাদেশ থেকে একমাত্র দল হিসেবে প্রতিনিধিত্ব করা ফ্র্যাঞ্চাইজিটির অবস্থান একদম তলানিতে।

রোববার রাতে গায়নায় মুখোমুখি হয় রংপুর-ভিক্টোরিয়া। টস হেরে ব্যাটিং করতে নেমে ভিক্টোরিয়া ৬ উইকেটে ১৫১ রান তোলে। তাড়া করতে নেমে রংপুর থামে ১৪১ রানে। ১০ রানে হেরে মাঠ ছাড়ে নুরুল হাসান সোহানের দল।

তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন সৌম্য সরকার-স্টিভেন টেলর। ৪.২ ওভারে পায় দলীয় ফিফটি। ১৪ বলে ২৬ রান করে টেলর আউট হলে ভাঙে জুটি। পাওয়ার প্লেতে দলটি তোলে ৬৩ রান।

সৌম্যর সঙ্গী হন ওয়েন ম্যাডসেন। ৮ রান করে ফিরলে আফিফ হোসেনকে নিয়ে এগোতে থাকেন সৌম্য। এক প্রান্তে বাঁহাতি এই ব্যাটার খেলছিলেন দারুণ। কিন্তু অন্য প্রান্তে আফিফ ছিলন ধীরগতির। দুজনের ৩৩ রানের জুটিতে আফিফের অবদান ১৫ বলে ১০।

৩৯ বলে ফিফটি করা সৌম্য ম্যাচ শেষ করে আসতে পারতেন। কিন্তু না। ফিফটির পরই ফেরেন তিনি। তার ব্যাট থেকে আসে ৪২ বলে ৫১ রান। সৌম্য যখন আউট হন রংপুরের তখন প্রয়োজন ৪৭ বলে ৫০ রান! বাকি ৬ ব্যাটার মিলে এই রান নিতে পারেননি।

অধিনায়ক সোহান ১০ বলে ৪ রান করেন। খুশদিল ১৪ বলে ১৫ রান করে ফেরেন সাজঘরে। শেষ দিকে রিশাদ হোসেন ১১ রানে অপরাজিত থাকেন। কলাম স্টোও নেন সর্বোচ্চ ৩ উইকেট।

এর আগে শুরুতেই চ্যালেঞ্জিং স্কোরের ভিত পায় ভিক্টোরিয়া। ওপেনিং জুটিতে আসে ৭০ রান। ম্যাকডোনাল্ড ৪০ রানে আউট হলে ভাঙে জুটি। ৩২ রান করেন আরেক ওপেনার জো ক্লার্ক। এ ছাড়া সঞ্জয় কৃষ্ণমূর্তি ৩১ ও অ্যাডওয়ার্ডস ৩০ রান করে অপরাজিত ছিলেন। বল হাতে রংপুরের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন রিশাদ ও মেহদী হাসান।    

ঢাকা/রিয়াদ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত