Homeজাতীয়নভেম্বরে নির্যাতনের শিকার ১৬৫ নারী ও কন্যাশিশু

নভেম্বরে নির্যাতনের শিকার ১৬৫ নারী ও কন্যাশিশু

[ad_1]

চলতি বছর নভেম্বর মাসে দেশে ১৬৫ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ১৬টি জাতীয় দৈনিক পত্রিকা থেকে তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

আজ রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, ১৬৫ জন নির্যাতনের শিকার নারীর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৭ জন কন্যাশিশুসহ ১২ জন। তাদের মধ্যে ২ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া ২ জন কন্যাসহ ৫ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

নভেম্বরে মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছে ৭ জন কন্যাসহ ১০ জন। একজন নারী ও কন্যা পাচারের শিকার হয়েছে। অ্যাসিডদগ্ধের শিকার হয়েছে ১ জন।

পাশাপাশি অগ্নিদগ্ধের কারণে একজনের মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৩ জন, তারমধ্যে ২ জন যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছে। শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ১৪টি, এরমধ্যে কন্যা ছিল ১ জন। বিভিন্ন কারণে ১০ জন কন্যাসহ ৬৩ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া ১ জন কন্যাসহ ৩ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে।

৫ জন কন্যাসহ ১৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৮ জন কন্যাসহ ১৯ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, তাদের মধ্যে ৩ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে।

৩ জন কন্যা অপহরণের শিকার হয়েছে। এছাড়া অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে ২টি। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ১টি। ১ জন সাইবার ক্রাইমের শিকার হয়েছে। এছাড়া ৮ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত