Homeদেশের গণমাধ্যমেবোলারদের নজরকাড়া পারফরম্যান্স, ব্যাটসম্যানরা পেল সহজ লক্ষ্য

বোলারদের নজরকাড়া পারফরম্যান্স, ব্যাটসম্যানরা পেল সহজ লক্ষ্য

[ad_1]

প্রকাশিত: ১৩:৩০, ২ ডিসেম্বর ২০২৪  

বোলারদের নজরকাড়া পারফরম্যান্স, ব্যাটসম্যানরা পেল সহজ লক্ষ্য

বাংলাদেশ নারী ক্রিকেট দল।


মিরপুর শের-ই-বাংলার উইকেটের আসল চেহারার দেখা মিলল। ধীর গতির, নিচু উইকেটের। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে বাংলাদেশ খেলেছিল স্পোর্টিং উইকেটে। যেখানে ব্যাট-বলের লড়াইয়ের ভারসাম্য ছিল দারুণ। 

সোমবার তৃতীয় ওয়ানডের উইকেট হলো টার্নিং, লো অ্য্যান্ড স্লো। একেবারেই মিরপুরের চিরচেনা উইকেট। এমন উইকেটে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা ভুগবে তা চোখ বন্ধ করেই বলে দেয়া যায়। তেমনটাই হলো। 

টস জিতে ব্যাটিং করতে নেমে আয়ারল্যান্ড হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে ১০ উইকেট হারিয়ে ১৮৫ রানের বেশি করতে পারেনি। সবকটি ওভার খেলেই স্কোরবোর্ডে স্বল্প পুঁজি পেয়েছে আইরিশ মেয়েরা। বোলারদের আরেকটি নজরকাড়া পারফরম্যান্সে লক্ষ্য নাগালে রেখেছে বাংলাদেশ। এবার ব্যাটসম্যানদের পালা সহজ লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করা। 

২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ আগেই সিরিজ নিশ্চিত করেছে। আজ জিতলে আয়ারল্যান্ডকে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে নিগার সুলতানার দল। এই ম্যাচ জিতলে বাংলাদেশ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের আরো ২ পয়েন্ট নিশ্চিত করবে।

বাংলাদেশের সফলতম বোলার স্পিনার ফাহিমা খাতুন। ১০ ওভার হাত ঘুরিয়ে ৪৩ রানে ৩ উইকেট পেয়েছেন ফাহিমা। ২টি করে উইকেট নেন সুলতানা খাতুন, নাহিদা আক্তার। একটি করে উইকেট পেয়েছেন রাবেয়া খান ও স্বর্ণা আক্তার। 

আয়ারল্যান্ডকে এদিন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক গ্যাবি লুইস। ৭৯ রানে ৫২ রান করেন গ্যাবি। এছাড়া অ্যামি হান্টার ২৩ ও ওরলা পেন্ডারগাস্ট ২৭ রান করেন। লোয়ার অর্ডারে অরলিন কেলির ১৮ ও অ্যালানা ডেজেল ১৯ রান করলে লড়াই করার ভিত পায় অতিথিরা। 

ঢাকা/ইয়াসিন/বিজয়



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত