Homeদেশের গণমাধ্যমেবছিলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বছিলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

[ad_1]

রাজধানীর বছিলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রায় ২৫ থেকে ৩০ বছর বয়সী যুবকের নাম-পরিচয় জানা যায়নি।  

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এএসপি ব্যারাকের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেল আরোহী তিন রাস্তার মোড় থেকে বছিলার দিকে যাচ্ছিলেন। বছিলা থেকে আসা রমজান পরিবহনের একটি বাস পুলিশের এএসপি ব্যারাকের সামনে মোটরসাইকেল আরোহীতে ধাক্কা দিলে রিকশার সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। ঘটনাস্থলে হেলমেট ভেঙে তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় বছিলা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

ঘটনাস্থলে কর্তব্যরত আলভী নামে এক পুলিশ কনস্টেবল জানান, তার পরিচয় এখনো জানা যায়নি। কারণ তার মোবাইল ও মানিব্যাগ কেউ নিয়ে গেছে। এ ঘটনায় তিন রাস্তার মোড়ে রমজান পরিবহনের বাসটি আটক করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত