গত ১৫ বছরে টোটাল বাজেট ছিল ৫৬ লাখ+ কোটি টাকা প্রায়, এখন ২৮ লাখ কোটি টাকা যদি পাচার হয় তাহলে রাষ্ট্রের ব্যয় নির্বাহ এবং উন্নয়ন বাজেট কত কোটি টাকা বাকি থাকে!! যারা শ্বেতপত্র প্রকাশ করেছে, তারা নিশ্চয়ই দিনের বেলা গাঁজা খেয়ে আকাশে তারা গুনে
৫ ই আগস্ট এর আগে, গুজব সৃষ্টি করে দেশটা ধ্বংস করা হয়েছে। এখন সম্পূর্ণ বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে দেশবিরোধী এবং স্বাধীনতা বিরোধী সন্ত্রাসীরা, গত চার মাসে আইনশৃঙ্খলা এবং বিচারবিভাগ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, ১০০ দিনে তিন বিলিয়নের বেশি পাচার হয়েছে, শেয়ার বাজারে লাখ কোটি টাকার উপরে গায়েব হয়েছে, তার ওপর আবার লুটপাট দখল বাণিজ্য চাঁদাবাজি গণহত্যা অগ্নিসংযোগ এগুলো নিত্য নৈমিতিক ব্যাপার..
আপনাদের বুঝার স্বার্থে গত ১৫ বছরের ৫৬ লাখ কোটি টাকার রাষ্ট্র পরিচালনার বাজেট উল্লেখ করা হলো
বিগত ১৫ বছরের টোটাল বাজেট ছিল ৫৬ লক্ষ ৮৯ হাজার কোটি টাকা। এরমধ্যে ২৮ লক্ষ কোটি টাকা না কি পাচার হয়েছে ! তথ্যটা কতটুকু সত্য কিংবা আদৌ সত্য কি না তা বিগত ১৫ বছরের টোটাল বাজেটের পরিমাণ দেখলে কিছুটা হলেও অনুমান করা যায় ! এতদিন বলে আসছিল বিগত সরকার ১৭ লক্ষ কোটি টাকা পাচার করছে , কিন্তু শ্বেতপত্র প্রকাশ করছে ২৮ লক্ষ কোটি টাকা পাচারের। চলুন দেখি গত ১৫ বছরে বাজেটের আকার :
২০০৯-১০ =১১৩,৮১০
২০১০-১১ =১৩২,১৭০
২০১১-১২ = ১৬৩,৫৮৯
২০১২-১৩ =১৯১,৭৩৮
২০১৩-১৪ =২২২,৪৯১
২০১৪-১৫ = ২৫০,৫০৬
২০১৫-১৬ = ২৯৫,১০০
২০১৬-১৭ =৩৪০,৬০৫
২০১৭-১৮ = ৪০০,২৬৬
২০১৮-১৯ = ৪৬৪,৫৭৩
২০১৯-২০ =৫২৩,১৯০
২০২০-২১ =৫৬৮,০০০
২০২১-২২ = ৬০৩,৬৮১
২০২২-২৩ =৬৭৮,০৬৪
২০২৩-২৪ = ৭৬১,৭৮৫
গত ১৫ অর্থবছরের বাংলাদেশ সরকারের বাজেট ছিল ৫৬ লক্ষ ৮৯ হাজার কোটি টাকা। এর মাঝে ২৮ লক্ষ কোটি টাকা পাচার হলে পরিচালনা ব্যয় ও উন্নয়ন বাজেট কোথায়? আর বছরে পরিচালনা আর উন্নয়ন ব্যয় গড়ে ৩ লক্ষ ৮০ হাজার কোটি টাকা হলে পাচারের টাকা কত হবে তাহলে? দেশবিরোধী এবং স্বাধীনতা বিরোধী জঙ্গিগোষ্ঠীর হাতে এখন আমাদের দেশ, এই জঙ্গিগোষ্ঠীর পাতা ফাঁদে পা দেবেন না, নিজের বিবেক বুদ্ধি দিয়ে ভাবুন।