Homeজাতীয়পতাকা ‘অবমাননার’ প্রতিবাদে ভারতের পেট্রাপোল সীমান্তে সমাবেশ!

পতাকা ‘অবমাননার’ প্রতিবাদে ভারতের পেট্রাপোল সীমান্তে সমাবেশ!

[ad_1]

ভারতের জাতীয় পতাকা অবমাননা, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মামলা-ভাঙচুরসহ ভারতের বিরুদ্ধে অপপ্রচার অভিযোগ এনে এর প্রতিবাদে বেনাপোল সীমান্তের ওপারে প্রতিবাদ সমাবেশ করেছেন ভারতীয় সনাতন ধর্মাবলম্বীরা। আজ সোমবার দুপুরে সীমান্তের জিরো লাইনের ৫০ গজ দূরে ভারতের পেট্রাপোলের অভ্যন্তরে সমাবেশ করেন তারা। 

সমাবেশে বক্তব্য রাখেন দেশটির বিভিন্ন সংগঠনের নেতা ও জনপ্রতিনিধিরা। এদের মধ্যে বঙ্কিম ঘোষ, বিকতা রায়, নিলাত্রি দানা ও অসিম ঘোষসহ বেশ কয়েকজনের নাম শোনা যায়। 

সমাবেশে বক্তারা জাতিসংঘের সহযোগিতা কামনা করেন। এ ছাড়া আমদানি-রপ্তানি ২৪ ঘণ্টা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এসময় বিক্ষোভকারীরা এক সপ্তাহের মধ্যে হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ না হলে আগামী সপ্তাহে শনিবার থেকে আমদানি-রপ্তানি বন্ধসহ ২০২৫ সালের শুরুতে লাগাতার বন্ধের ঘোষণা দেন।

বাংলাদেশ সীমান্ত থেকে সরেজমিনে দেখা যায়, ভারত অংশে বিএসএফ, পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ছিল চোখে পড়ার মতো। সীমান্ত এলাকার শান্তিপূর্ণ সমাবেশ করেছে তারা। কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়নি। অন্যদিকে যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের সদস্যরা বাংলাদেশ অংশে কঠোর অবস্থানে ছিলেন।

বিক্ষোভকারীদের দাবি, কেবলমাত্র পেট্রোপোল সীমান্তে  নয়, বাংলার বিভিন্ন প্রান্তে সীমান্ত এলাকায় এই বিক্ষোভ চলবে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলতে থাকবে। 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত