Homeদেশের গণমাধ্যমেচট্টগ্রামে বুধবার থেকে ৬ দিনব্যাপী ফার্নিচার মেলা, থাকবে বিশেষ ছাড়

চট্টগ্রামে বুধবার থেকে ৬ দিনব্যাপী ফার্নিচার মেলা, থাকবে বিশেষ ছাড়

[ad_1]

চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে আগামী বুধবার (৪ ডিসেম্বর) শুরু হচ্ছে ৬ দিনব্যাপী ফার্নিচার মেলা। এ উপলক্ষে অংশগ্রহণকারী আসবাবপত্র তৈরি প্রতিষ্ঠানগুলো প্রদান করা হবে বিশেষ ছাড়। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নগরের প্যাভিলিয়ন রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মেলার আহ্বায়ক মো. নুরুল আজম খান। তিনি বলেন, ‘নগরের প্রাণকেন্দ্র জিইসি মোড়ের জিইসি কনভেনশন হলে বুধবার ১০টায় শুরু হবে এ মেলা। চলবে আগামী ৯ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত। এবারের মেলায় ২৮টি প্রতিষ্ঠান অংশ নিবে। এতে কো-স্পন্সর হয়েছে ১৪টি প্রতিষ্ঠান। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবেন। মেলা উপলক্ষে অংশগ্রহণকারী আসবাবপত্র তৈরি প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় প্রদান করা হবে।’

তিনি আরও বলেন, ‘মেলায় প্রধান অতিথি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এবং উদ্বোধক থাকবেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব মো. ইলিয়াস সরকার ও সমিতির চট্টগ্রাম বিভাগের সাবেক সভাপতি সৈয়দ এএসএম নূরউদ্দীন।’

এ সময় সমিতির চট্টগ্রাম বিভাগের সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন চৌধুরী দুলাল, মেলা কমিটির সদস্য সচিব আল মো. ইকবাল, সমিতির অর্থসম্পাদক মো. জসিম উদ্দীন, দপ্তর সম্পাদক মো. মহিউদ্দিন, বিভাগী সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন এবং যুগ্ম সম্পাদক সৈয়দুর রহমান আজিজ, সহদপ্তর সম্পাদক মো. মুজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইলিয়াছ, ধর্মবিষয়ক সম্পাদক মো. আবদুল মালেক, মেলা কমিটির সদস্য সুমন, বলিরহাট ইউনিট সভাপতি মো. মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইলিয়াছ, ধর্মবিষয়ক আবদুল মালেক, কার্যকরী সদস্য ওমর ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক হাজি মো. শাহ্ আলম, কার্যকরী সদস্য মো. নাজের, মো. আবুল কালাম মোস্তফা, আহমেদ খোকন, চিটাগাং ইভেন্টসের চেয়ারম্যান মোহাম্মদ সাহাবউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত