Homeদেশের গণমাধ্যমেইউটার্ন নিতে উল্টোপথে প্রাইভেটকার, বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

ইউটার্ন নিতে উল্টোপথে প্রাইভেটকার, বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

[ad_1]

ঢাকার সাভারের বলিয়ারপুর এলাকায় একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে ঢাকামুখী লেন দিয়ে যাচ্ছিল একটি প্রাইভেটকার। অপরদিক থেকে আসছিল একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস। সোমবার (২ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকেএসএন সিএনজি অ্যান্ড এলপিজি স্টেশনের অদূরে গাড়ি দুটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান প্রাইভেটকারের তিন যাত্রী। আহত হন আরও দুজন

নিহতরা হলেন সাভারের বলিয়ারপুর এলাকার মো. মজিবুর (৫৫), মো. নাজিম উদ্দীন (৫৮) ও মো. ইব্রাহীম (৫৫)।

নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাভার হাইওয়ে থানা–পুলিশ জানায়, আজ বেলা আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকার ওই ফিলিং স্টেশন থেকে গ্যাস নেয় প্রাইভেটকারটি। পরে সেটি উল্টোপথে ঢাকামুখী লেন দিয়ে সামনের দিকে ইউটার্ন নেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা ঢাকামুখী লেনে সি লাইন ব্যানারের দ্রুতগতির একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মজিবুর, নাজিম ও ইব্রাহীম নিহত হন। এ ছাড়া প্রাইভেটকারের যাত্রী শাহাবুদ্দিন ও আবদুল জলিল আহত হন। পরে আহত ব্যক্তিদের মধ্যে শাহাবুদ্দিনকে সাভারের বেসরকারি এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া জলিলকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘প্রাইভেটকারটি গ্যাস নেওয়ার পর ইউটার্নের উদ্দেশ্যে উল্টোপথে যাচ্ছিল। এ সময় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত ও দুজন আহত হন।’

তিনি আরও বলেন, ‘বাসটি আটক করে থানায় আনা হয়েছে। বাসচালককে আইনের আওতার আনার চেষ্টা চলছে। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত