Homeদেশের গণমাধ্যমেমরিসভিলেকে উড়িয়ে টি-টেনে ডেক্কানের রেকর্ড শিরোপা

মরিসভিলেকে উড়িয়ে টি-টেনে ডেক্কানের রেকর্ড শিরোপা

[ad_1]

আবুধাবি টি টেনের ফাইনালে মরিসভিলে স্যাম্প আর্মিকে উড়িয়ে শিরোপা জিতেছে ডেক্কান গ্ল্যাডিয়েটর্স। সোমবার আবুধাবিতে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১০৪ রান করে মরিসভিলে। জবাবে ১৯ বল হাতে রেখে ৮ উইকেটে জয় পায় ডেক্কান।

এনিয়ে রেকর্ড তৃতীয়বার টি টেনের চ্যাম্পিয়ন হলো ডেক্কান। ২০২১ ও ২০২২ সালে দুইবার শিরোপা জিতেছিল তারা, নর্দার্ন ওয়ারিয়র্সের সঙ্গে যৌথভাবে এতদিন সর্বোচ্চ ট্রফি জয়ী ছিল দলটি। এবার রেকর্ডটা নিজের করে নিলো ডেক্কান।

টম কোহলার-ক্যাডমোর ২১ বলে ৫ চার ও ৪ ছয়ে ৫৬ রানে অপরাজিত থেকে ডেক্কানকে জয়ের বন্দরে নেন। নিকোলাস পুরান তার সঙ্গে ৫১ রানের জুটি গড়ে ফিরে যান। ১০ বলে ২৮ রান করেন তিনি। 

ক্যাডমোরের সঙ্গে রাইলি রুসোর ৪৪ রানের জুটিতে জয়ের ভিত গড়ে তোলে ডেক্কান। ৬.৫ ওভারে ২ উইকেটে ১১০ রান করে দল।

মরিসভিলেকে একশর বেশি স্কোর এনে দিতে অবদান রাখেন ফাফ ডু প্লেসি। ৩৪ রান করেন তিনি। ২১ রান আসে আন্দ্রিয়েস গাউসের ব্যাটে।

রিচার্ড গ্লিসন ২ ওভারে ১৬ রান দিয়ে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত