[ad_1]
সাক্ষাৎকারে এ প্রসঙ্গে খোলামেলা কথা বলেন লোপেজ। তাঁর ভাষ্যে, ‘ইমপোস্টার সিনড্রোম সত্যিই এক জটিল ধাঁধা। আপনি যখন ভিন্ন কোনো পরিবেশ থেকে আসবেন, এটা দ্বিধা তৈরি করবে। ক্যারিয়ারের শুরুর দিকে আমি অনেক সংগ্রাম করেছি। মনে হতো, আমি কি এটা পারব? একে সরিয়ে আমাকে জায়গা করে নিতে হবে, সে জন্য হয়তো আমার যোগ্যতা নেই, এমনও মনে হতো।’
লোপেজের নতুন সিনেমা ‘আনস্টপেবল’। উইলিয়াম গোল্ডেনবার্গের এ সিনেমার অন্যতম প্রযোজক লোপেজের সাবেক স্বামী বেন অ্যাফ্লেক। আগামী শুক্রবার ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, ২০২৫ সালের জানুয়ারিতে দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। গত সেপ্টেম্বরে টরন্টো উৎসবে মুক্তির পর প্রশংসিত হয়েছিল সিনেমাটি।
[ad_2]
Source link