[ad_1]
কুমিল্লা ভেন্যু হিসেবে চূড়ান্ত হওয়ার পরও সেই মাঠ ফুটবলের উপযোগী কেন করা হলো না, তাতে প্রশ্ন উঠছে বাফুফের ব্যবস্থাপনা নিয়েই। ফুটবল ভেন্যুতে ক্রিকেট হওয়ার পর সেটি ফুটবল উপযোগী করতে যে সময় প্রয়োজন, বাফুফের মাথায় ছিল না সে ব্যাপারটিই। প্রশ্ন উঠছে, এবারের ফুটবল মৌসুমের ভেন্যু হিসেবে কুমিল্লার এই স্টেডিয়াম চূড়ান্ত হয়ে যাওয়ার পর কেন ক্রিকেট আয়োজন করতে দেওয়া হলো? এসব ব্যাপারে উত্তর নেই কারও কাছেই।
এবারের ফুটবল মৌসুমে ৫টি ভেন্যু ‘হোম’ হিসেবে ব্যবহার করবে শীর্ষ ১০ ক্লাব। সে হিসেবে কুমিল্লা ‘হোম ভেন্যু’ দেশের দুই শীর্ষ ক্লাব আবাহনী ও মোহামেডানের। নিয়মানুযায়ী হোম ভেন্যুর রক্ষণাবেক্ষণ, মাঠ তৈরি, এটাকে উপযোগী রাখার দায়িত্ব ক্লাবগুলোরই। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মাঠ ফেডারেশন কাপের আগে ফুটবল উপযোগী না থাকার দায় আবাহনী ও মোহামেডানের ওপরও বর্তায়। কিন্তু হোম ভেন্যুর ধারণাটি এখনো পরিপূর্ণভাবে কার্যকর না হওয়ায় মাঠের ব্যাপারে বাফুফের দায়িত্ব এড়ানোর সুযোগ কম।
[ad_2]
Source link