[ad_1]
প্রকাশিত: ১২:০৩, ৩ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১২:০৪, ৩ ডিসেম্বর ২০২৪

আগুনে পোড়া গ্যারেজ, জ্যাকবস, এটিনি ও আলিয়া ফাখরি (বাঁ থেকে)
প্রাক্তন প্রেমিককে পুড়িয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরিকে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়কের রিকার্স আইল্যান্ডের কারাগারে রাখা হয়েছে আলিয়াকে।
প্রসিকিউটরের বরাত দিয়ে নিউ ইর্য়ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২ নভেম্বর কুইন্সে অবস্থিত একটি গ্যারেজের দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলেন আলিয়ার প্রাক্তন প্রেমিক এডওয়ার্ড জ্যাকবস (৩৫) ও তার বান্ধবী এটিনি (৩৩)। এদিন, ভোর ৬টা ২০ মিনিটে গ্যারেজের সামনে যান ৪৩ বছর বয়সি আলিয়া। সেখানে গিয়ে চিৎকার করে বলতে থাকেন— “আজকে তোমরা সবাই মরবে।”
আলিয়ার চিৎকার শুনে বাইরে বেরিয়ে এক প্রতিবেশি দেখতে পান আগুনে পুড়ছে গ্যারেজ। আগুন লেগেছে বুঝতে পেরে জ্যাকবের বান্ধবী এটিনি গ্যারেজ থেকে বেরিয়ে আসে। কিন্তু জ্যাকবকে বাঁচাতে আবারো ভেতরে গেলে ধোঁয়ার কারণে সেও মারা যায়।
কুইন্স জেলা অ্যাটর্নি মেলিন্ডা কাটজ বলেন, “এই আসামি (আলিয়া) বিদ্বেষপূর্ণভাবে আগুন লাগিয়ে দুজন মানুষের জীবন শেষ করে দিয়েছে।”
এডওয়ার্ড জ্যাকবসের মা জ্যানেট নিউ ইর্য়ক পোস্টকে বলেন, “আমার ছেলে এক বছর আগে আলিয়া ফাখরিরর সঙ্গে সম্পর্কের ইতি টানে। তারপর থেকে আলিয়ার সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টাও করে সে। আলিয়াকে চলে যাওয়া জন্য অনেকবার বলেছে জ্যাকব। কিন্তু সে তা শুনেনি।”
আলিয়া-নার্গিস ফাখরির মা ম্যারি ফাখরি কথা বলেছেন নিউ ইর্য়ক ডেইলি নিউজের সঙ্গে। তিনি বলেন— “আমি ভাবতেই পারি না, সে (আলিয়া) কাউকে খুন করতে পারে।” তবে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেননি নার্গিস ফাখরি।
ঢাকা/শান্ত
[ad_2]
Source link