Homeদেশের গণমাধ্যমেঅস্কার দৌড়ে বাংলার ইমন, প্রতিদ্বন্দ্বী লেডি গাগা!

অস্কার দৌড়ে বাংলার ইমন, প্রতিদ্বন্দ্বী লেডি গাগা!

[ad_1]

আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। ২০২৫ সালের ৩ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসতে চলেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, অর্থাৎ অস্কার। এই মুহূর্তে চলছে যাচাই-বাছাই। 

সারা বিশ্ব থেকে জমা পড়া সিনেমার সংগীত শাখা থেকে প্রায় ৮৯টি মৌলিক গান বাছাই করা হয়েছে এবারের আসরের জন্য। যেখানে জায়গা করে নিয়েছে ভারতীয় বাংলা গানের শিল্পী ইমন চক্রবর্তীর একটি গান!

যার মাধ্যমে, প্রথম কোনও বাঙালি গায়িকার গান অস্কার দৌড়ে শামিল হয়েছে। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’-এর ‘ইতি মা’ গানটিই স্থান করে নিয়েছে ওই তালিকায়।

অস্কারের এই দৌড়ে ইমনের প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকারা।

এমন দারুণ একটা খবরে কেমন বোধ করছেন ইমন?

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে ইমন বলেন, ‘এখনও হজম করে উঠতে পারছি না বিষয়টা। আমাকে কেউ চিমটি কাটুক। আসলে এমন পরিস্থিতিতে আমার পেটের মধ্যে কেমন গুড়গুড় করতে থাকে।’

এর আগে জিতেছেন ভারতের জাতীয় পুরস্কার। এবার কি অস্কারের পালা? অস্কার পাওয়ার আশা করেন কি ইমন? ইমনের তড়িৎ উত্তর, ‘না না, এত প্রত্যাশা আমি রাখি না।’

আগামী ১৩ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ‘পুতুল’। ২৭ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ছবিটি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত