[ad_1]
মাসকট থেকে টেলিফোনে প্রথম আলোকে মেহরাব বলেন, ‘আমরা হকি খেলি, কিন্তু হকিতে কোনো টাকাপয়সা নাই। ক্যাম্প চলাকালে আমরা হাতখরচ পাই দিনে মাত্র ৪০০ টাকা। বর্তমান অবস্থায় দিনে ৪০০ টাকা ভাতায় কী হয় বলুন? মাসে ১২ হাজার টাকায় কিছুই হয় না। কিন্তু দেখুন, এক জোড়া ভালো বুটের দামই ১৮-২০ হাজার টাকা। বিদেশে এলে দৈনিক ভাতা এক হাজার টাকা। এই অবস্থায় পরিবার থেকে উল্টো টাকা নিয়ে আমাদের চলতে হয়। আমরা চাই ভাতা বাড়ানো হোক।’
[ad_2]
Source link