Homeদেশের গণমাধ্যমেভূমি ও ফ্ল্যাট মালিকদের নিয়ে সিপিডিএলের ফ্যামিলি গেট টুগেদার 

ভূমি ও ফ্ল্যাট মালিকদের নিয়ে সিপিডিএলের ফ্যামিলি গেট টুগেদার 

[ad_1]

গ্রাহক সেবায় একাগ্র মানসিকতা, ঐকান্তিক প্রচেষ্টা থাকলে যে কোনো কিছুর বাস্তবায়ন সম্ভব। এমন বিশ্বাসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার কে-ব্লকে সিপিডিএল হাতে নিয়েছিল অপ্সরা প্রকল্পটি। সময়ের পরিক্রমায় শেষ হয়েছে প্রকল্পটির নির্মাণ কাজ।

ফিনিশিংয়ের কাজ শেষে এখন হস্তান্তরের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থাপত্যকলার এক চমৎকার উদাহরণ এই সিপিডিএল অপ্সরা।

সোমবার (২ নভেম্বর) এই উপলক্ষে আয়োজন করা হয় মতবিনিময় ও ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠানের। অপ্সরা প্রকল্পের ভূমি ও ফ্ল্যাট মালিকদের পাশাপাশি সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেনসহ অন্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। স্মারক চাবি প্রদান এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন জানান, অনির্বচনীয় প্রয়াশ, আন্তরিক শ্রম ও ঘামে সিপিডিএল পরিবার গ্রাহকদের স্বপ্ন নির্মাণ করে থাকে। সেই স্বপ্ন যথাযথ মানে প্রতিশ্রুত সময়ে হস্থান্তর করতে সিপিডিএল কঠিন আত্নবিশ্বাসের সঙ্গে সেবা প্রদানে বারবার দৃষ্টান্ত স্থাপন করে আসছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত