Homeদেশের গণমাধ্যমে‘রংপুর বিভাগ বৈষম্য নিরসনে সমষ্টিগত ভাবে কাজ করতে হবে’ 

‘রংপুর বিভাগ বৈষম্য নিরসনে সমষ্টিগত ভাবে কাজ করতে হবে’ 

[ad_1]

আঞ্চলিক বৈষম্যের শিকার রংপুর বিভাগের বহুমাত্রিক দারিদ্র্য, উচ্চ বেকারত্ব এবং শিল্পের বন্ধ্যাত্ব নিরসনে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলনের আয়োজনে সন্ধ্যা ৬ টায় স্যার সলিমু্ল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং মেহেদী হাসান সুমনের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, রংপুর বিভাগ আঞ্চলিক বৈষম্যের শিকার। স্থানীয় চাহিদার সঙ্গে সরকারের উন্নয়ন বাজেটে সামঞ্জস্য বিধান না করলে রংপুর বিভাগ বৈষম্য আরও বাড়বে। রংপুরের বৈষম্য নিরসনে আমাদের সমষ্টিগত ভাবে কাজ করতে হবে।

সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক শাহ, প্রাধ্যক্ষ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, অধ্যাপক ড. ইলিয়াস আল মামুন, প্রাধ্যক্ষ, ফজলুল হক মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, মাসউদ বিন আব্দুর রাজ্জাক ও ব্যাংক কর্মকর্তা মেহেরুল্লাহ মিঠু প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজসহ সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ঢাকায় কর্মরত রংপুর বিভাগের পেশাজীবি শ্রেণী এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করে।

প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক শাহ বলেন, উন্নয়ন বৈষম্যের পেছনে সবার দায় রয়েছে। আমাদের স্থানীয় চাহিদার সঙ্গে সরকারের উন্নয়ন বাজেটে সামঞ্জস্য বিধান না করলে রংপুর বিভাগ বৈষম্যের আরও তলানীতে নিমজ্জিত হবে।

বিশেষ আলোচকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. ইলিয়াস আল মামুন বলেন, রংপুরের বৈষম্য নিরসনে আমাদের সমষ্টিগত ভাবে কাজ করতে হবে। মঙ্গা এবং মফিজ প্রত্যয় দুটি এ অঞ্চলের মানুষের নাগরিক অনুভূতিকে মারাত্মক ভাবে আঘাত করে। পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষা-দক্ষতা এবং ঐক্য সুদৃঢ় করে সামনের দিকে এগিয়ে চলতে হবে। সরকারকে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে রোডম্যাপ ঘোষণা করতে হবে।

দীপ্ত টেলিভিশনের নিউজ এডিটর মাসউদ বিন আব্দুর রাজ্জাক বলেন, বাজেটে রংপুরের আট জেলার পৌনে দুইকোটি মানুষের ভাগ্য উন্নয়নে একটি পৃথক উন্নয়ন কমিশন গঠন করে দীর্ঘদিনের জমে থাকা খাত ভিত্তিক অনুন্নয়ন এবং বৈষম্যের বিনাশে সরকারকে মনোযোগী হতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

উন্মুক্ত মতবিনিময়ে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলনের সংগঠক আবুল আলা মো. রিসালাত, মারুফ হাসান, রিপন আহমেদ, ফেরদৌস আলম, সাদমান সাকিব, রিফাত উদ দৌলা, একরামুল হক রনি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা।

এছাড়াও উক্ত সভায় রংপুর বিভাগের বৈষম্য নিরসনে আগামীতে করণীয় সম্পর্কে রূপরেখা তৈরি করতে সভাপতির বক্তব্যে খোলামেলা আলোচনার আহ্বান জানান মতবিনিময় সভার সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ আল মামুন।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ,তিতুমীর কলেজ,বাংলা কলেজ,ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি, ধানমন্ডি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের মত প্রদান করেন।

খোলামেলা আলোচনায় উত্থাপিত বিষয় বিবেচনায় সভাপতি ড. আব্দুল্লাহ আল মামুন চারটি উপ-কমিটি গঠনের প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

এতে রংপুর বিভাগের পেশাজীবী শ্রেণী, রাজনীতিবিদ, উদ্যেক্ত-ব্যবসায়ী, শিক্ষক-বু্দ্ধিজীবী, সাংবাদিক এবং ছাত্র-জনতার সমন্বয়ে ১৩ ডিসেম্বর রংপুরে একটি এবং ঢাকা প্রেস ক্লাবে একটি গোলটেবিল বৈঠকের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত