Homeপ্রবাসের খবরভারত নেয়নি, পাকিস্তানও নিলো না শাকিবের ‘দরদ’

ভারত নেয়নি, পাকিস্তানও নিলো না শাকিবের ‘দরদ’

[ad_1]

শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান বা সর্বভারতীয় ছবি ‘দরদ’ মুক্তি পায়নি খোদ ভারতে। এবার পাকিস্তানও ফিরিয়ে দিল ছবিটি। জানা গেছে, প্রিভিউয়ের পর পাকিস্তানে ছবিটির মুক্তি প্রত্যাখ্যান করা হয়েছে।

গত ১৫ নভেম্বর বাংলাদেশের ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দরদ’। মুক্তির প্রথম দিন মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ সংখ্যক টিকিট বিক্রি হয় ছবিটি, জানিয়েছেন পরিচালক। শুরুতে একক পর্দার হলগুলোতেও দর্শক আগ্রহ লক্ষ্য করা গেছে। তবে দুদিন পর থেকে দর্শক কমতে থাকে ছবিটির।

ঢালিউডের শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান ছাড়াও ‘দরদ’ ছবিতে অভিনয় করেছেন ভারতের পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ।

‘দরদ’ বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত রোমান্টিক সাইকো-থ্রিলার ছবি। সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমাটির প্রযোজক অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। ঢাকায় মুক্তির প্রথম দিন সর্বোচ্চ সংখ্যক টিকিট বিক্রি হলেও কত টাকা বিক্রি হয়েছে তা জানাতে চাননি অনন্য মামুন। পাকিস্তানে ছবিটির প্রিভিউ প্রত্যাখ্যাত হওয়া প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে জাগো নিউজকে মামুন বলেন, ‘কোনো কমিটি-টমিটি নেই। এক কোম্পানি না নিলে আরেক কোম্পানি নেবে।’ ভারতে ছবি মুক্তি পেল না কেন জানতে চাইলে তিনি বলেন, ‘ভারতে ছবি মুক্তির ব্যাপারে কথা চলছে। আগামী মাসে ইতিবাচক খবর জানতে পারবো।’

পাকিস্তানে প্রায়ই বাংলাদেশের সিনেমা মুক্তি পায়। শাকিব খান অভিনীত ‘তুফান’ ছবিটিও পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলাদেশের ‘মোনা: জ্বীন-২’ পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদসহ কয়েকটি প্রদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ‘দরদ’ পাকিস্তানে মুক্তির কথা শোনা গেলেও আজ জানা গেল ভিন্ন এই খবর।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত