Homeরাজনীতিদেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, লন্ডনে মির্জা ফখরুল 

দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, লন্ডনে মির্জা ফখরুল 

[ad_1]

নির্বাচনি ব্যবস্থাসহ দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) লন্ডন সময় রাতে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে রয়েল রিজেন্সি হলে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ‘চিন্তা করাও যায় না কীভাবে আওয়ামী লীগ সরকার দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে। প্রতিবছর তারা ১৬ বিলিয়ন ডলার করে পাচার করেছে।’

লন্ডন সফররত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কোনও হঠকারিতা নয় বিশৃঙ্খলা নয়, অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের সামনের দিকে পা ফেলতে হবে।’

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

এর আগে গত শনিবার (৩০ নভেম্বর) ১০ দিনের সফরে সস্ত্রীক লন্ডনে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত