Homeবিনোদনমালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে ‘দরদ’ | কালবেলা

মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে ‘দরদ’ | কালবেলা

[ad_1]

এবার মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে ‘দরদ’। আগামী ৬ ডিসেম্বর দেশটির ১৮টি সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে সুপারস্টার শাকিব খানের এ ছবিটি। এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ সিনেমা মালয়েশিয়ায় মুক্তি পায়।

পরিবেশকরা জানান, ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ সাফল্যে মালয়েশিয়ায় প্রবাসীদের মাঝে শাকিবের ছবির চাহিদা তুঙ্গে। রাজধানী কুয়ালালামপুরের কোতারায়ার রয়েল রুপসী রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে জেটিজি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রাসেল এ কথা জানান।

এদিকে ডিসেম্বর মাসের ৬ তারিখ মালয়েশিয়ায় দরদের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। ৭ ডিসেম্বর থেকে সারা মালয়েশিয়ার ১৮টি হলে দরদ ছবিটি মুক্তি পাবে। যেসব হলে দরদ ছবিটি যাবে তা হলো : কেএলসিসি, টাইম স্কয়ার, রাওয়াং, কেলাং, জোহরবারুর সিটি স্কয়ার, ইপু ,পেনাং বিএম, পেনাং সিটি, মেলাক্কা, মোয়ার, সেরেম্বান, কুয়ান্তান, সেলায়াং, শাহ আলম আইসিটি, কেলাং বুকিটরাজা, সুবাং সামমিট, কোতা টিংগি, বাতু পাহাত।

বাংলাদেশে ছবিটি নিয়ে ব্যাপক আলোচিত হওয়ায় ইতোমধ্যে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। দেশটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির হাইডেফিনেশন সাউন্ড ইঞ্জিনিয়ারিং ডলবি এট মস এবং উন্নত প্রযুক্তির স্কিনের সিনেমা হল। চলচ্চিত্রটিতে রয়েছে মালয়েশিয়ান ভাষা ও ইংরেজি সাবটাইটেল। হলগুলোতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা ও আরামদায়ক সিট এবং আধুনিক প্রযুক্তির সংযোজন, যা হলে বসে সিনেমা দেখার আনন্দ কয়েক বেড়ে যায়।

মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুরস পরিচালক এসএম মোয়াজ্জেম হোসেন নিপু জানান, মালয়েশিয়ায় আগেও আমরা সাকিব খানের প্রিয়তমা ও তুফান ছবি চালিয়েছি। প্রবাসীরা সাকিব খানকে ভালোবাসে। এজন্যই মালয়েশিয়াতে সাকিবিয়ান ভক্তরা দরদ মুভি দেখার জন্য হলগুলোতে ফুল হাউস উপস্থিত থাকবে বলে আশা করছি।

জেটিজি এন্টারপ্রাইজের হেড অব মার্কেটিং অর্নিল হাসান রাব্বি জানান, এর আগে আমরা তুফান রিলিজ করেছি তখন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান ছিল এবং বন্যা পরিস্থিতি খারাপ ছিল। কিন্তু এবার ইনশাআল্লাহ সব কিছু ভালো আছে এবং শাকিব খান নিজেও ৮ ডিসেম্বর মালয়েশিয়াতে আসছেন। সব কিছু মিলিয়ে এবার মালয়েশিয়া প্রবাসী ভাইবোনেরা হলে বসে দরদ সিনেমা উপভোগ করবে আশা করছি। তার ভেতর শাকিব ভাই মালয়েশিয়া এসে আরও জমজমাট করবে তার ভক্তদের হলে আসার জন্য। সব শাকিবিয়ানদের আবার হলে দেখতে পারব- সে আশা করছি।

‘দরদ’ সিনেমাটিতে শাকিব খান দুলু চরিত্রে অভিনয় করবেন। এতে শাকিব ছাড়াও আরও আছেন সোনাল, পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মাসহ অনেকে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত