Homeবিনোদনটালিউডে বাড়ছে দ্বন্দ্ব, ফেডারেশনের বিরুদ্ধে পরিচালকদের মামলা

টালিউডে বাড়ছে দ্বন্দ্ব, ফেডারেশনের বিরুদ্ধে পরিচালকদের মামলা

[ad_1]

গত জুলাইয়ে বিনা অনুমতিতে বাংলাদেশে শুটিং করায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চরম জটিলতা তৈরি হয়েছিল টালিউডে। মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছিলেন পরিচালক-অভিনয়শিল্পী ও টেকনিশিয়ানরা। বন্ধ হয়ে গিয়েছিল সব শুটিং। পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে পরিচালকরা কাজে ফিরলেও এখনো মেটেনি সেই দ্বন্দ্ব। অবশেষে আইনি পথ হাঁটল টালিউডের পরিচালকদের সংগঠন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া।

গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পরিচালকদের পক্ষ থেকে জানানো হয়, সমস্যা সমাধানে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় পাঁচ সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন। গত ৩০ নভেম্বরের মধ্যে সেই কমিটির একটি রিপোর্ট দেওয়ার কথা ছিল। কিন্তু চার মাস পার হয়ে গেলেও সেই কমিটি গঠিত হয়নি। বাধ‌্য হয়ে আইনের দ্বারস্থ হয়েছেন পরিচালকেরা।

পাঁচ সদস্যের সেই কমিটিতে থাকার কথা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, পরিচালক গৌতম ঘোষ এবং রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনের। তবে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়াকে গৌতম ঘোষ জানিয়েছেন, এখনো কমিটি গঠন করার কোনো নির্দেশনা পাননি তাঁরা।

সংবাদ সম্মেলনে পরিচালক সুদেষ্ণা রায় বলেন, ‘গৌতম ঘোষ আমাদের জানিয়েছেন, এখনো কমিটি গঠন হয়নি। এমনকি কমিটি গঠন নিয়ে কোনো নোটিশও হয়নি। তাই আমরা ঠিক করেছি, আমরা নিজেদের মতো করে পরিচালকদের কাছ থেকে তাঁদের অসুবিধার কথা জেনে রিপোর্ট তৈরি করে সিসিআই-এর কাছে জমা দেব।’

ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি সুব্রত সেন বলেন, ‘আমাদের পক্ষ থেকে মামলার সমস্ত কাগজপত্র দিল্লিতে কমপিটিশন কমিশন অব ইন্ডিয়ার কাছে পাঠানো হয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কৌশিক গাঙ্গুলি, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল রায়চৌধুরি, জয়দীপ মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখ।

ফেডারেশনের বিরুদ্ধে পরিচালকদের একাধিক অভিযোগ। তার মধ্যে অন্যতম, জোর করে বেশি লোককে কাজে নিতে বাধ্য করা। ইচ্ছামতো ছুটি ঘোষণা করে শুটিং নষ্ট করে দেওয়া। কাজের অভিজ্ঞতা নেই এমন প্রশিক্ষণহীন শ্রমিকদের শুটিংয়ের নানা কাজে নিয়োগ দেওয়া। বিদেশে শুটিং করার ক্ষেত্রে নানা বিধিনিষেধ চাপিয়ে দেওয়া ইত্যাদি।

পরিচালকদের আইনি ব্যবস্থা নিয়ে কোনো মন্তব্য করেননি টালিউডের কলাকুশলীদের সংগঠন ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া। সবকিছু বিস্তারিত জেনে তারপর কথা বলবেন বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি স্বরূপ বিশ্বাস।

উল্লেখ্য, গত বছরের ৪ অক্টোবর কলকাতায় কার্যক্রম শুরু হয়েছিল বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকির। সেখানে ‘লহু’ নামের একটি সিরিজের কাজ শুরু হয়। রাহুল মুখার্জির পরিচালনায় সিরিজে অভিনয় করেন আরিফিন শুভ ও সোহিনী সরকার। তবে টালিউডের ফেডারেশনগুলোর অতিরিক্ত পারিশ্রমিকসহ বিভিন্ন দাবির কারণে কলকাতায় কার্যক্রম বন্ধ করে দেয় চরকি। ফলে মাঝপথেই বন্ধ হয়ে যায় লহুর শুটিং।

সেই সিরিজের বাকি অংশের শুটিং শেষ করতেই কয়েকজন কলাকুশলীসহ বাংলাদেশে এসেছিলেন রাহুল। ফেডারেশনকে না জানিয়ে ঢাকায় এসে শুটিং করার অভিযোগে রাহুলকে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ বিষয়টি নিয়েই মূলত দ্বন্দ্বে জড়ান ফেডারেশন ও পরিচালকেরা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত