Homeদেশের গণমাধ্যমেকাবাডির সা.সম্পাদকের দুর্নীতি নিয়ে তদন্ত কমিটি

কাবাডির সা.সম্পাদকের দুর্নীতি নিয়ে তদন্ত কমিটি

[ad_1]

মাত্র কদিন আগে কাবাডিতে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন আগে যুগ্ম সাধারণ সম্পাদক থাকা নেওয়াজ সোহাগ। সেই কমিটি ঘোষণার পর থেকেই সোহাগের বিরুদ্ধে নানান অভিযোগ। তারই প্রেক্ষিতে বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ দুর্নীতির অভিযোগে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মো. শামসুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে,‘অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগের দুর্নীতির পরিপূর্ণ আইনি তদন্ত করার জন্য পরিচালক (অর্থ)কে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হলো। ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

নেওয়াজ সোহাগ যদিও নিজের বিরুদ্ধে আনা সব দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘আমি এখন সচিব(জাতীয় ক্রীড়া পরিষদ) সাহেবের রুমে  আছি। সামনের দিকে কীভাবে কাজ করবো তা নিয়ে আলোচনা করার জন্য এসেছি। তদন্ত কমিটি গঠনের বিষয়ে আমি কিছুই জানি না। সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে কুচক্রী মহল আমার বিরুদ্ধে উঠে পরে লেগেছে। আমার সব কাগজ পত্র স্বচ্ছ। তদন্ত কমিটি দেখতে চাইলে সব দেখাতে পারবো। আর্থিক বিষয়ে কোনও দুর্নীতি হয়নি।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত