Homeদেশের গণমাধ্যমেস্বামীকে নিয়ে টাইমস স্কয়ারে মিম

স্বামীকে নিয়ে টাইমস স্কয়ারে মিম

[ad_1]

প্রকাশিত: ১৬:৩১, ৪ ডিসেম্বর ২০২৪  

স্বামীকে নিয়ে টাইমস স্কয়ারে মিম

স্বামীকে নিয়ে টাইমস স্কয়ারে বিদ্যা সিনহা মিম


মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়ক সিটির টাইমস স্কয়ারে দাঁড়ানো বিদ্যা সিনহা মিম। তার পাশে দাঁড়িয়ে স্বামী সনি। তাদের পেছনে ঝলমল করছে বিখ্যাত সেই বিল বোর্ড। মিমের পরনে সাদা রঙের টপ, কালো প্যান্ট, হালকা অ্যাশ রঙের ওভার কোট এবং সাদা কেডস। আর মিমের স্বামী সনির পরনে কালো রঙের টি-শার্ট, জিন্স, সঙ্গে লাল-ডার্ক অ্যাশের কম্বিনেশনের একটি জ্যাকেট এবং সাদা কেডস। 

বিদ্যা সিনহা মিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তার একটিতে এমন লুকে ধরা দিয়েছেন এই দম্পতি। এসব ছবির ক্যাপশনে মিম লেখেন— “ভ্রমণ আপনার জীবনে শক্তি এবং ভালোবাসা ফিরিয়ে আনে।” 

জানা যায়, সম্প্রতি বেশ কয়েকটি দেশে ভ্রমণ করেছেন মিম। মরুর দেশ সংযুক্ত আরব আমিরাত ঘুরে পাড়ি দেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বর্তমানে স্বামী সনি পোদ্দারকে নিয়ে নিউ ইয়র্কে অবস্থান করছেন মিম। সেখানে স্বামীকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।   

মার্কিন মুলুকের বেশ কয়েকটি শহর ঘুরেছেন মিম ও সনি। এর মধ্যে রয়েছে— ম্যানহাটন, নিউ ইয়র্কের টাইমস স্কয়ার, টুইন টাওয়ার মেমোরিয়াল। শোনা যাচ্ছে, একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতেই নাকি মিমের যুক্তরাষ্ট্র সফর। তবে সে বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু জানাননি। 

টাইমস স্কয়ার ছাড়াও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো নানা সময়ের ছবিও ফ্রেমবন্দি করেছেন মিম-সনি। আর সেসব ছবিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন এই অভিনেত্রী। আর সেসব দেখে মুগ্ধতা প্রকাশ করছেন মিমের ভক্ত-অনুরাগীরা। 

ঢাকা/শান্ত



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত