Homeদেশের গণমাধ্যমেভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেবে ইনকিলাব মঞ্চ

ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেবে ইনকিলাব মঞ্চ

[ad_1]

ভারতে সংখ্যালঘু নির্যাতন ও আজমীর শরীফ দখলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে আগামী ৬ ডিসেম্বর (শুক্রবার) বিকালে ভারতীয় হাইকমিশনের সামনে শান্তিপূর্ণ র‍্যালি ও হাই কমিশনারকে স্মারকলিপি দেবে ইনকিলাব মঞ্চ।

বুধবার (৪ ডিসেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী।

সংবাদ সম্মেলনে শরীফ ওসমান বিন হাদী বলেন, ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, আজমীর শরীফ দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ভারতে মুসলমান, কু কি চিন, শিখসহ অন্য সব সংখ্যালঘুর ওপরে যুগের পর যুগ অবর্ণনীয় নির্যাতনের প্রতিবাদে ইনকিলাব মঞ্চ ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে ভারতীয় হাইকমিশনের অভিমুখে শান্তিপূর্ণ র‍্যালি করবে। পাশাপাশি হাইকমিশনে প্রতিবাদী স্মারকলিপি জমা দেবে।

তিনি আরও বলেন, আমরা এর জন্যে ৬ ডিসেম্বরকে বেছে নিয়েছি। কারণ, এই ৬ ডিসেম্বরেই বাবরি মসজিদকে গুড়িয়ে দেওয়া হয়েছিল। সুতরাং, বাবরি মসজিদ ধ্বংসের দিনে, আগামী ৬ ডিসেম্বর শুক্রবার আমরা প্রথমে গুলশান ২ সার্কেলে জড়ো হবো। এরপর সোখান থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাবো।

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত