Homeজাতীয়ভারতের অপপ্রচার শক্তভাবে মোকাবিলার প্রস্তাব এসেছে: আসিফ নজরুল

ভারতের অপপ্রচার শক্তভাবে মোকাবিলার প্রস্তাব এসেছে: আসিফ নজরুল

[ad_1]

সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও বাংলাদেশ বিরোধী প্রচারণার তীব্র নিন্দা জানানো হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ হতে। দলগুলো মত দিয়েছে ভারতের এই সকল অপপ্রচারের বিরুদ্ধে আরও শক্তিশালীভাবে মোকাবিলা করতে হবে।

বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠকে আলোচিত বিভিন্ন বিষয় তুলে ধরে একাডেমির সামনের সড়কে গণমাধ্যমকর্মীদের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, বৈঠকে ভারত বাংলাদেশবিরোধী যে অপপ্রচার চালাচ্ছে, এই পরিস্থিতি মোকাবিলায় সকল সম্প্রদায়ের ভূমিকার প্রশংসা করা হয়েছে। একই সাথে যে কোনও উসকানির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

তিনি বলেন, সবাই একটা কথা বলেছেন, আমাদেরকে আর শক্তিহীন দুর্বল নতজানু ভাবার কোনও অবকাশ নেই। যেকোনও ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আমাদের ঐক্য অটুট রাখবো।

তিনি আরও বলেন, আমাদের যোগাযোগ দক্ষতা এবং আইনি দক্ষতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে গত ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের সঙ্গে যত চুক্তি হয়েছে সেটা প্রকাশ করার দাবি জানানো হয়েছে। রামপালসহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সকল চুক্তি রয়েছে সেগুলো বাতিল করার দাবি জানানো হয়েছে।

বৈঠকে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে গোটা জাতি মিলে একটা সমাবেশসহ পলিটিক্যাল কাউন্সিল এবং নিরাপত্তা কাউন্সিল করার প্রস্তাবনাও এসেছে বলে জানান আইন উপদেষ্টা।

তিনি বলেন, বাংলাদেশের প্রতি ভারতের যে অর্থনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্য, অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা সেটার নিন্দা জানানো হয়েছে। একইসঙ্গে ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল এবং সৎ প্রতিবেশীর আচরণ করার আহ্বান জানানো হয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত