[ad_1]
সম্প্রতি ভারতের কিছু ভূমিকা উসকানিমূলক মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এগুলোর নিন্দা জানিয়েছি। একটি জায়গায় সবাই একমত হয়েছি, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনও ছাড় নয়। এখানে আমরা একমত থাকবো। যেমন অতীতে ছিলাম, ৫ আগস্টও যেমন ছিলাম।
বুধবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনের রাস্তায় গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ গঠনে পথে পথে বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি। ভারত আমাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে প্রতিবেশীসুলভ সম্পর্ক চাই। কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উসকানিমূলক, অসহিঞ্চু এবং অগ্রহণযোগ্য।
তিনি বলেন, সব অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের পর সরকারের পক্ষ থেকে একটি জাতীয় ঘোষণা আসবে। এক্ষেত্রে যার যা প্রয়োজনীয় পরামর্শ দেবো।
জামায়াতের আমির আরও বলেন, চরমপন্থা যেদিক থেকেই আসুক আমরা তাকে ঘৃণা করি। প্রশ্রয় দেবো না, মেনে নেবো না। যে রূপ নিয়েই আসুক সব রূপের চরমপন্থাকে ঘৃণা করবো, প্রশ্রয় দেবো না। এ ব্যাপারে একমত হয়েছি।
[ad_2]
Source link