Homeদেশের গণমাধ্যমেটেকনাফে ২ কৃষককে অপহরণ, গুলিবিদ্ধ ৩

টেকনাফে ২ কৃষককে অপহরণ, গুলিবিদ্ধ ৩

[ad_1]


কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ৪ ডিসেম্বর ২০২৪  
আপডেট: ২২:০১, ৪ ডিসেম্বর ২০২৪

টেকনাফে ২ কৃষককে অপহরণ, গুলিবিদ্ধ ৩


কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় খেতে কাজ করার সময় দুই কৃষককে অপহরণ করেছে কিছু ব্যক্তি। এসময় অপহৃতদের উদ্ধারে আশপাশের লোক এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্তরা। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “অপহরণের খবর পেয়ে হোয়াইক্যং ফাঁড়ির অফিসার ইনচার্জসহ পুলিশের একটি টিম পাহাড়ে অভিযান চালাচ্ছে। আমরাও ঘটনাস্থলে পৌঁছেছি। র‍্যাব ও পুলিশ ঐক্যবদ্ধভাবে অপহৃতদের উদ্ধারে কাজ করছে।”

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া পাহাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।

অপহৃতরা হলেন- হোয়াইক্যং কম্বনিয়া পাড়া এলাকার বাসিন্দা আবদুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫) ও একই এলাকার ভুলু মিয়ার ছেলে জহির (৫০)।

গুলিবিদ্ধরা হলেন- সোহেল (১৮), কায়সার উদ্দিন (২০) ও মো. সাকিব (১২)।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, আজ দুপুরে কম্বনিয়াপাড়া পাহাড়ের পাশের খেতে কাজ করছিলেন জাকির ও জহির। এসময় পাহাড় থেকে একদল অস্ত্রধারী নেমে এসে তাদের অপহরণের চেষ্টা করে। আশপাশে থাকা লোকজন এগিয়ে গেলে তারা গুলি বর্ষণ করে। এসময় তিনজন গুলিবিদ্ধ হন।

ঢাকা/তারেকুর/মাসুদ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত