Homeপ্রবাসের খবরমালদ্বীপ প্রবাসীদের ব্যবসায় না জড়ানোর আহ্বান

মালদ্বীপ প্রবাসীদের ব্যবসায় না জড়ানোর আহ্বান

[ad_1]

প্রবাসীদের কোনো প্রকার ব্যবসার সঙ্গে না জড়ানোর আহ্বান জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রবাসীদের সমসাময়িক সমস্যা নিরসনের লক্ষ্যে ইমিগ্রেশনের কন্ট্রোলার জেনারেল মোহাম্মদ সামান ওয়াহিদের কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এ সময় মিশনের পক্ষ থেকে বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান ও কোনোপ্রকার হয়রানি না করার অনুরোধ জানানো হয়। যাদের কাগজপত্র নেই তাদের বৈধকরণ প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত করার কথা বলা হয়।

এ ছাড়া ইমিগ্রেশনের চলমান অভিযান, প্রফেশনালদের জন্য ডিপেন্ডেন্ট ভিসা, বৈধকরণ, ভিসায় পাসপোর্টের তথ্য অনুযায়ী সংশোধন, মালদ্বীপে কর্মরত প্রবাসী কর্মীদের পরিবার বেড়াতে আসা, ডিটেনশন সেন্টারের সুযোগ সুবিধা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

এ সময় ইমিগ্রেশনের ডেপুটি কন্ট্রোলার আহমেদ আসফান, চিফ ইমিগ্রেশন অফিসার সিফান এবং মিশনের কল্যাণ সহকারী জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত