হায়দরাবাদের গুরুত্বপূর্ণ বানজরা হিলসের অন্নপূর্ণা স্টুডিওতেই অনুষ্ঠিত হলো বিয়ের আনুষ্ঠানিকতা। শুরুতে এই জুটি চেয়েছিলেন রাজস্থানের কোনো এক দুর্গে হবে সাত পাকে বাঁধা পড়ার আনুষ্ঠানিকতা। তবে দুই পরিবারের বয়স্ক সদস্যারা যাতে উপস্থিত থাকতে পারেন, সে জন্য নাগা চৈতন্যর পারিবারিক অন্নপূর্ণা স্টুডিও বেছে নেওয়া হয়। ২২ একর জায়গাজুড়ে এই স্টুডিওটি তৈরি করেছিলেন নাগা চৈতন্যর দাদা প্রয়াত অভিনেতা আক্কিনেনি নাগেশ্বর।ছবি: ইনস্টাগ্রাম থেকে