Homeদেশের গণমাধ্যমেনারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

[ad_1]

নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ধাক্কা লেগে দেলোয়ার হোসেন (৪৮) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকার স্থায়ী বাসিন্দা।

নিহতের সহকর্মী ইমরান হোসেন জানান, দেলোয়ার হোসেন স্কুল ছুটির পর সাধারণত মুন্সিগঞ্জ থেকে নদীপথে নারায়ণগঞ্জ হয়ে পরে ট্রেনে তার শ্যামপুরের বাড়ায় ফিরতেন।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোখলেসুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশনে ঢুকছিল। এ সময় দেলোয়ার হোসেনসহ কয়েকজন যাত্রী প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। তখন দেলোয়ার হোসেন ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।

মোবাশ্বির শ্রাবণ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত