Homeঅর্থনীতিকম দামে ভালো পণ্য যারা দেবে, তাদের থেকেই আমদানি: অর্থ উপদেষ্টা

কম দামে ভালো পণ্য যারা দেবে, তাদের থেকেই আমদানি: অর্থ উপদেষ্টা

[ad_1]

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘যারা প্রতিযোগিতামূলক মূল্য দেবে, দ্রুত দেবে এবং মানসম্মত পণ্য দেবে, তাদের থেকেই আমরা পণ্য আনব (আমদানি করব)। সেটা ভারত বা বিভিন্ন দেশ হতে পারে। ভারত ও মিয়ানমারের সঙ্গে কথা বলছি। ভিয়েতনামের সঙ্গেও কথা বলছি। এগুলোর ব্যাপারে রাজনীতি ঢুকবে না।’

গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে চলমান কূটনৈতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ বলেছেন, বাংলাদেশে কিছু রপ্তানি করা হবে না। এ ব্যাপারে কূটনৈতিক দেনদরবার করা হয়েছে কি না জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘সেটা কূটনীতিকেরা দেখবেন।’ ভারতে চাল ও পেঁয়াজ উৎপাদন হয় উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ‘যখন অতিরিক্ত থাকবে তখন এগুলো তারা কোথায় বিক্রি করবে?’

নিত্যপণ্যের দাম নিয়ে উপদেষ্টা বলেন, ‘নিত্যপণ্যের দাম একেবারে যে স্থিতিশীল না, সে বিষয়ে আমি সম্মত নই। জিনিসপত্রের দাম কমছে কিছুটা। আজ আমরা চাল ও মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন করেছি। দুটিই খাদ্যপণ্য। আগেও এ ধরনের পণ্য আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছি। সয়াবিন তেলের দাম অনেক বেড়েছে, সেটা কীভাবে, কতটুকু আনা যায়, সে বিষয়ে আলাপ করেছি। ইতিমধ্যে আমদানি হচ্ছে।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত