Homeবিনোদনবছর শেষে এভয়েড রাফার ব্যস্ততা

বছর শেষে এভয়েড রাফার ব্যস্ততা

[ad_1]

দেশের জনপ্রিয় রক ব্যান্ড এভয়েড রাফা। দলটির ২০২৪ সালের ব্যস্ততা বছর শেষে যেন আরও বেড়ে গেছে। এ মাসে এরই মধ্যে বাংলাদেশ ডেন্টাল কলেজে কনসার্ট করেছে। এ মাসে তাদের আরও কনসার্ট রয়েছে। এমনটাই নিশ্চিত করেছেন রাঈস আল দ্বীন।

কালবেলাকে তিনি বলেন, ‘আমাদের ব্যান্ডের ব্যস্ততা বছরের শেষে অনেক বেড়ে গেছে, যা শুধুই দর্শকদের ভালোবাসার জন্য। এরই মধ্যে আমাদের ঢাকা ও ঢাকার বাইরে পাঁচটির মতো কনসার্ট কনফার্ম হয়েছে। সামনে আরও কিছু কনসার্টের কথা হচ্ছে। ব্যান্ডের এ ব্যস্ততা নতুন বছরেও থাকবে বলে আমরা আশাবাদী।’

নতুন বছরে এভয়েড রাফার দেশের বাইরে বেশ কয়েকটি কনসার্ট হবে। যার কথা এরই মধ্যে শুরু হয়েছে। এ বিষয়ে ব্যান্ড ম্যানেজার রাঈস আরও বলেন, ‘২০২৫ সাল নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। নতুন বছর আমরা দেশের বাইরে বেশ কিছু কনসার্ট করব। যে বিষয়ে কথা হচ্ছে। সব ঠিক হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এ ছাড়া এরই মধ্যে নতুন বছরের কিছু কনসার্ট কনফার্ম হয়েছে। এর মধ্যে জানুয়ারির ২ তারিখ চট্টগ্রাম এবং ১০ তারিখ কুমিল্লা স্টেডিয়ামে কনসার্ট করব।’

এ মাসে এভয়েড রাফার কনসার্ট: ৫ ডিসেম্বর বনানী, ১৯ ডিসেম্বর সিলেট ক্যাডেট কলেজ, ২০ ডিসেম্বর খুলনা জেলা স্টেডিয়াম, ২৭ ডিসেম্বর ঢাকা ও ৩১ ডিসেম্বর কক্সবাজার। এর মধ্যে রয়েছে বিজয় দিবস কনসার্ট।

এদিকে স্টেজ শোর ব্যস্ততার মধ্যেই এ বছর এভয়েড রাফার নতুন একটি গানও ইউটিউবে প্রকাশ পায়। গানের শিরোনাম ‘প্রতিশোধ’।

এভয়েড রাফা ব্যান্ডের সদস্যরা: রায়েফ আল হাসান রাফা (ভোকাল), হাইথাম মোরালেস রহমান (গিটার), ফয়সাল আহম্মেদ তানিম (বেজ গিটার), মোকাররম হোসেন (ড্রামার), জাকির হোসেন (সাউন্ড ইঞ্জিনিয়ার), রাঈস আল দ্বীন (ব্যান্ড ম্যানেজার)।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত