Homeদেশের গণমাধ্যমেঅভিযানকালে পালিয়েছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ, ২ পুলিশ সদস্য আহত

অভিযানকালে পালিয়েছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ, ২ পুলিশ সদস্য আহত

[ad_1]


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ৫ ডিসেম্বর ২০২৪  
আপডেট: ১৫:৩১, ৫ ডিসেম্বর ২০২৪

অভিযানকালে পালিয়েছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ, ২ পুলিশ সদস্য আহত

হত্যাসহ একাধিক মামলার আসামি সাজ্জাদ


গ্রেপ্তার অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যেতে সক্ষম হয়েছে চট্টগ্রামে পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী, হত্যাসহ একাধিক মামলার আসামি সাজ্জাদ প্রকাশ ওরফে ‘বুড়ির নাতি’।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন মোড় এলাকায় একটি বাসায় সাজ্জাদকে গ্রেপ্তার করতে অভিযান চালালে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) রইস উদ্দিন জানান, পুলিশ গোপন সূত্রে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের অবস্থান নিশ্চিত হয়ে নগরীর অক্সিজেন মোড়ের জালালাবাদ পেট্রোল পাম্প সংলগ্ন একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সাজ্জাদ পুলিশের অবস্থান টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে বাসার ছাদ দিয়ে অপর একটি ভবনে লাফিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এই ঘটনায় দুই পুলিশসহ ৪ জন পায়ে গুলিবিদ্ধ হয়েছে। সাজ্জাদ পালিয়ে গেলেও একই বাসা থেকে স্ত্রী পরিচয় দেওয়া এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সাজ্জাদের গুলিতে আহতরা হলেন, নগর পুলিশের চান্দগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক ফাইয়াজ হাসমিনুর রুবেল এবং রাজু আহমেদ। এছাড়াও কাজল কান্তি দে (৩৬) ও মো. জাবেদ (৩৪) নামে স্থানীয় দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। দুই পুলিশ সদস্যকে দামপাড়া পুলিশ হাসপাতাল এবং অপর দুই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সাজ্জাদ পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে চট্টগ্রামের বিভিন্ন থানায়। সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর বিকেলে নগরের চান্দগাঁও থানার অদূরপাড়া জাগরনী সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় স্থানীয় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীনকে (২৭) গুলি করে হত্যার অভিযোগও রয়েছে সাজ্জাদের বিরুদ্ধে ।

ঢাকা/রেজাউল/টিপু 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত