Homeজাতীয়‘ট্রাম্পের সময়কালে বৈপরীত্য সম্পর্কের আশঙ্কা কম’

‘ট্রাম্পের সময়কালে বৈপরীত্য সম্পর্কের আশঙ্কা কম’

[ad_1]

ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে বাংলাদেশের সঙ্গে বৈপরীত্য সম্পর্কের আশঙ্কা অত্যন্ত ক্ষীণ বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মো. রফিকুল আলম এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

উল্লেখ্য, নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়লাভ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিয়ম অনুযায়ী আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

মহাপরিচালক মো. রফিকুল আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদীর্ঘ এবং বহুমাত্রিক। যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বাণিজ্য এবং বিনিয়োগ অংশীদার। এছাড়াও দুদেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে। দীর্ঘ ৫ দশকের সম্পর্কে বাংলাদেশ ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলের সরকারের সঙ্গে কাজ করেছে। আমাদের ৫ দশকের সম্পর্ক পর্যালোচনা করলে এটা সহজেই অনুমেয়, ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও তাদের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যগুলো অনেকটাই অপরিবর্তিত থাকে। আমরা এর আগের ট্রাম্প সরকারের সঙ্গে কাজ করেছি। আমাদের দুদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈপরীত্যের সম্ভাবনা ক্ষীণ।

ব্রাজিলের সঙ্গে ১৩ চুক্তি নিয়ে আলোচনা

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের সঙ্গে ১৩টি নতুন খাতে সমঝোতা স্মারক ও চুক্তির আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক।

তিনি বলেন, এর মধ্যে রয়েছে কৃষি, ক্রীড়া, দ্বৈতকর প্রত্যাহার, সরাসরি জাহাজ চলাচল, বিমান চলাচল, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি। অধিকন্তু, এই চুক্তির আওতায় বিগত সেপ্টেম্বর মাসে ব্রাজিল সরকার পশুসম্পদ খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য প্রায় আট কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব প্রেরণ করে, যার বেশির ভাগই ব্রাজিল সরকার বহন করবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে। এছাড়া বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে (ক) তুলা গবেষণা ও উন্নয়ন এবং (খ) ক্ষুদ্রঋণ বিষয়ে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত