Homeবিনোদনধামাকা নিয়ে ফিরতে চাই: বাপ্পি চৌধুরী

ধামাকা নিয়ে ফিরতে চাই: বাপ্পি চৌধুরী

[ad_1]

ঢালিউডে তার আবির্ভাব ধূমকেতুর মতো। ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। নায়কের পাশাপাশি নায়িকা মাহিয়া মাহির ক্যারিয়ারেরও এটি প্রথম সিনেমা। প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেন তারা। এরপরের গল্প সবারই জানা। জটিল প্রেম, ইঞ্চি ইঞ্চি প্রেম, অনেক সাধের ময়না, আই ডোন্ট কেয়ার, শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২-সহ বহু হিট সিনেমা উপহার দিয়েছেন বাপ্পি।

বছর শেষে আসছে ১৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বাপ্পি অভিনীত ‘ডেঞ্জার জোন’ চলচ্চিত্রটি। এতে তার বিপরীতে রয়েছেন জলি। তার অভিনীত অঙ্গার ও নিয়তি নামে সিনেমা দুটি দর্শক গ্রহণ করেছিলেন। তার ঠিক পরপর ‘ডেঞ্জার জোন’ সিনেমায় জুটি বাঁধেন বাপ্পির সঙ্গে। হরর ঘরানার চলচ্চিত্রটি নিয়ে আশাবাদী বাপ্পি।

তিনি বলেন, ‘বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্র দর্শক আমাকে গ্রহণ করেছেন। তবে আমি সবসময় নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চেয়েছি। এ ছবিটিও ঠিক তেমনি। দর্শক আমাকে নতুন রূপে দেখবেন।’ নতুন সিনেমায় কাজ না করা প্রসঙ্গে বাপ্পি কালবেলাকে বলেন, ‘আমি দর্শকদের সবসময় ভালো চলচ্চিত্র উপহার দিতে চেয়েছি। অনেক সিনেমায় অভিনয় করেছি। এখন বেছে বেছে কাজ করতে চাই। যেন দর্শকরা প্রতারিত না হন। আগেও যেমন ভালো চলচ্চিত্র উপহার দিয়েছি, আগামীতেও দিতে চাই। নতুন করে সিনেমা করলে ধামাকা নিয়েই ফিরতে চাই।’ বেলাল সানি পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকারসহ অনেকে।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত