Homeদেশের গণমাধ্যমেমারা গেছেন নন্দিত গীতিকার-সুরকার আবু জাফর

মারা গেছেন নন্দিত গীতিকার-সুরকার আবু জাফর

[ad_1]

অসংখ্য গান লিখেছেন বা সুর করেছেন, তেমনটা বলা যাবে না। তবে যা করেছেন, সেটুকুই যেন সোনা হয়ে ফলেছে। 

‘এই পদ্মা এই মেঘনা’, ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’-অন্তত এই তিনটি সৃষ্টি অমরত্ব পেয়েছে বহু আগে। এমন কিংবদন্তি গানের গীতিকার ও সুরকার আবু জাফার, গতরাতে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

আবু জাফরের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লোক–গবেষক সাইমন জাকারিয়া। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে এই শিল্পী মারা গেছেন।

আবু জাফর একাধারে গীতিকার, সুরকার, কবি ও কণ্ঠশিল্পী। পেশাগতজীবনে তিনি ছিলেন একজন শিক্ষক। চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন।

আবু জাফর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী ও গীতিকার ছিলেন। তার রচিত বেশিরভাগ গানের সুর ও কণ্ঠ তিনি নিজেই দিয়েছেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত