Homeদেশের গণমাধ্যমেচ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়কে বিদায় দিয়ে রাজশাহীর বড় চমক

চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়কে বিদায় দিয়ে রাজশাহীর বড় চমক

[ad_1]

রক্ষণ সামলে আক্রমণ এবং প্রথম গোলটি আসে বিরতির পরপরই ৩৬ মিনিটে। বাঁ দিক থেকে আসা ক্রসে জামাল উদ্দিনের হেডে ১-০। নির্ধারিত ৭০ মিনিট শেষ হওয়ার এক মিনিট আগে পাল্টা আক্রমণ থেকে অনেকটা জায়গা দৌড়ে বক্সে ঢুকে ঠান্ডা মাথার প্লেসিংয়ে শামীম রেজা করেন ২-০।

গণ বিশ্ববিদ্যালয় এই ম্যাচে তাদের সেরা দলটি পায়নি। প্রিমিয়ার লিগের তিনজন খেলোয়াড় একাদশে ছিলেন: ফকিরেরপুল ইয়ংমেনসের রাইটব্যাক সাব্বির হোসেন, ফরোয়ার্ড মেহেদী হাসান ও চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ড শুভরাজবংশী। তাঁরা চেষ্টা করেছেন সাধ্যমতো। দলকে সহায়তা করেছেন। সেই সুবাদে গণ বিশ্ববিদ্যালয় খেলেছে প্রায় একতরফাই। কিন্তু গোলের দেখা মেলেনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোলরক্ষক ইগ্নাসিউস সরেন অনমনীয় দৃঢ়তায় পোস্টের নিচে দাঁড়িয়ে যাওয়ায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত