[ad_1]
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আরও একটি শিরোপা জয়ের খুব কাছকাছি বাংলাদেশের যুবারা। শুক্রবার সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলছে বাংলাদেশ। ফাইনাল নিশ্চিত করতে হলে তাদেরকে করতে হবে ১১৭ রান। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের যুবারা ১১৬ রানে অলআউট হয়।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। কিন্তু প্রথম ওভার থেকেই বাংলাদেশের পেসারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে তারা ৩৭ ওভারেই অলআউট হয়ে যায়। পাকিস্তানকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন ইকবাল হোসেন ইমন।
পাকিস্তানের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩২ রান করেন ফারহান ইউসুফ। এর বাইরে তিন জন কেবল দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন- মোহাম্মদ রিয়াজউল্লাহ (২৮), সাদ বেগ (১৮) ও হারুন আরশাদ (১০)। অতিরিক্তি খাত থেকে ১৭ রান না আসলে পাকিস্তানের স্কোর একশ ছাড়াতো না।
বাংলাদেশের বোলাদের মধ্যে ইকবাল ৭ ওভারে ২৪ রান খরচায় নিয়েছেন চারটি উইকেট। ২৩ রানে দুই উইকেট নেন মারুফ মৃধা। এই দুই পেসার আগের যুব দলের সদস্য ছিলেন। এছাড়া আল ফাহাদ ও দেবাশীষ দেবা প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
আগামী ৮ ডিসেম্বর দুবাইতে হবে যুব এশিয়া কাপের ফাইনাল। শুক্রবার দুই ভেন্যুতে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। দুবাইতে বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচ জয়ী দল এবং শারজাতে অনুষ্ঠিত ভারত ও শ্রীলঙ্কার ম্যাচে জয়ী দল ফাইনাল খেলার সুযোগ পাবে। ইতোমধ্যে শ্রীলঙ্কাকে ১৭৩ রানে থামিয়ে ফাইনালের টিকেট পাওয়ার দৌঁড়ৈ অনেকটাই এগিয়ে গেছে ভারত। গত আসরে ভারতকে হারিয়েই ফাইনালে উঠেছিল বাংলাদেশ। পরে আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল তারা।
[ad_2]
Source link