[ad_1]
গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে ফাইনালে উঠেছে বাংলাদেশের দল রংপুর রাইডার্স। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া। আগামীকাল ভোরের ম্যাচ সামনে রেখে তাদের এতক্ষণে ছক কষার কথা। অথচ এখন তাদেরকে ভাবতে হচ্ছে তারা খেলতে পারবে কি না!
এমনিতেই ইনজুরির সমস্যায় আছে রংপুর। তার মধ্যে বিসিবি জাতীয় দলের তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে বলায় বিপাকে পড়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। আগামী ৮ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। তার আগের দিন গায়ানাতে অনুষ্ঠিত হবে সুপার লিগের ফাইনাল। দলটিতে আছে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পাওয়া তিন ক্রিকেটার সৌম্য সরকার, রিশাদ হোসেন ও আফিফ হোসেন। তাদেরকে গ্লোবাল সুপার লিগ ফাইনালের আগেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
গ্লোবাল সুপার লিগের নিয়ম অনুযায়ী, ন্যূনতম ৬ জন দেশীয় খেলোয়াড় থাকতে হবে প্রত্যেক দলের একাদশে। সাইফউদ্দিনের ইনজুরির পর জাতীয় দলের তিন খেলোয়াড়ের অনুপস্থিতির কারণে ৬ জন দেশীয় খেলোয়াড় নিয়ে মাঠে নামার সুযোগ নেই রংপুরের। এতটা দূরে এই স্বল্প সময়ে বাংলাদেশ থেকেও নতুন করে খেলোয়াড় পাঠানোর সুযোগ নেই। ফলে, ভালোই বিপাকে পড়েছে রংপুর।
গ্লোবাল সুপার লিগের ফাইনাল আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৫টায়। ৮ ডিসেম্বর রাত ৮টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। দুই দেশের জাতীয় দলের খেলার সঙ্গে যেন সাংঘর্ষিক না হয়, সেই কারণে গ্লোবাল সুপার লিগ ফাইনালের সূচি রাখা হয়েছিল একদিন আগে। এমনকি ফাইনালের আগে বিরতিও রাখা হয়নি। লিগের ভেন্যু গায়ানা থেকে বাংলাদেশের প্রথম ওয়ানডের ভেন্যু সেন্ট কিটসের দূরত্ব প্রায় ১৪৫০ কি.মি.। তাড়াহুড়ো করে ফাইনাল শেষ করে এই দূরত্ব পাড়ি দিয়ে খেলোয়াড়রা ক্লান্ত হোক, চায় না বিসিবি।
এখন বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ছাড় না দিলে ফাইনালে খেলা সম্ভব হবে না রংপুরের। এমন কিছু হলে নিশ্চিতভাবেই ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বাংলাদেশের। যদিও বিসিবির সঙ্গে এই ব্যাপারে আলোচনা চলছে। এখন দেখার অপেক্ষা কী সিদ্ধান্ত আসে?
রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম, ম্যাথু ফোর্ড, হারমীত সিং, ওয়েন ম্যাডসেন, জ্যাক চ্যাপেল।
[ad_2]
Source link