[ad_1]
নিখোঁজ দুই জেলে হলেন দেলোয়ার ও ইরান। নিহত দুই জেলে আবদুল হাসেম (৫০) ও মো. জুয়েল (২৭)। তাঁরা বুড়িরচরের কালির চর গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁরা সম্পর্কে মামা-ভাগনে।
হাতিয়ার নলছিরা নৌ পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাতে ২৪ জন জেলে নিয়ে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে রবিউল মাঝির একটি নৌকা বেহুন্দী জাল বসানোর জন্য যায়। মাছ ধরে ফেরার পথে গতকাল রাত সাড়ে ১২টার দিকে ডুবো চরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। ২০ জন জেলে সাঁতরে পাড়ে ওঠেন। পরে স্থানীয় লোকজন গিয়ে নৌকার ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করে।
[ad_2]
Source link