Homeদেশের গণমাধ্যমেশেখ হাসিনার নেতৃত্বে আ. লীগ চলতে পারবে না: চরমোনাই পীর

শেখ হাসিনার নেতৃত্বে আ. লীগ চলতে পারবে না: চরমোনাই পীর

[ad_1]

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চলতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম (চরমোনাই পীর)।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।

ইনসাফপূর্ণ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা এই প্রতিপাদ্য সামনে রেখে এই কেন্দ্রীয় সম্মেলন হয়েছে।

চরমোনাই পীর বলেন, যারা শেখ পরিবারের নেতৃত্বে এখনো আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছেন, তারা দেশ ও মানবতার শত্রু। দল করতে পারেন, তবে শেখ হাসিনার নেতৃত্বে নয়।

এ সময় মোস্তফা সরয়ার ফারুকীকে এখনো উপদেষ্টা পরিষদের রাখার সমালোচনা করেন এই ইসলামিক নেতা।

তিনি বলেন, ফারুকীসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীতে থাকা বিতর্কিত সদস্যদের অনতিবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি।

এ ছাড়া ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন ইসলামী আন্দোলনের নেতারা।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভারতের আগরতলায় হাইকমিশনারে হামলার প্রতিবাদ ও সমসাময়িক ইস্যু নিয়ে জাতির উদ্দেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত