Homeরাজনীতি‘দেশের উন্নয়নে দুর্নীতিমুক্ত নেতৃত্ব কায়েম করতে হবে’

‘দেশের উন্নয়নে দুর্নীতিমুক্ত নেতৃত্ব কায়েম করতে হবে’

[ad_1]

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশবাসী ঐক্যবদ্ধভাবে স্বাধীনতাবিরোধী সব ষড়যন্ত্র রুখে দেবে। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্ব কায়েম করতে হবে।

শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাফত মজলিসের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার পতনে ভারত কষ্টে আছে। ভারত সরকার আমাদের শান্তিতে থাকতে দিতে চায় না। স্বাধীনভাবে বেঁচে থাকতে দিতে চায় না। কিন্তু আমরা স্বাধীন জাতি, যেভাবে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, সেভাবে স্বাধীনতা রক্ষা করবো। স্বাধীনতার প্রশ্নে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিক ঐক্যবদ্ধ।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা বিগত ১৬ বছরে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এখন পালিয়ে গিয়ে ভারত সরকারের মদদে এ দেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। কিন্তু কোনও ষড়যন্ত্রে কাজ হবে না। ঐতিহ্যগতভাবে বাংলাদেশ সম্প্রীতির দেশ।’

যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল বলেন, ‘বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করলে ভারতই ভেঙে খান খান হয়ে যাবে।’

সমাবেশে আরও ছিলেন– খেলাফত মজলিস কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক এ কে এম গোলাম আজম, মাওলানা বিএম সিরাজ, মাওলানা এমদাদুল্লাহ খান, মহানগরী দক্ষিণ সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক এইচ এম হুমাযুন কবির আজাদ, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ সেলিম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুরুল আলম মনসুর প্রমুখ। 

সমাবেশ শেষে র‍্যালি শুরু হয়। জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে দৈনিক বাংলা মোড়ে এসে শেষ হয় র‌্যালি। 

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত