[ad_1]
সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে ফারইস্ট সেরা দল নিয়ে নামতে পারেনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজ নিজ ক্লাবের খেলা থাকায় কয়েকজন ছিলেন না। তিনজন ছিলেন, তবে তাঁরা প্রথমার্ধ খেলেই চলে যান ক্লাবের সঙ্গে যোগ দিতে। ততক্ষণে অবশ্য দুই গোলে এগিয়ে ফারইস্ট।
ম্যাচ শুরুর ৪৫ সেকেন্ডেই এগিয়ে যায় ফারইস্ট। আল আমিনের করা গোলটি চলতি টুর্নামেন্টের দ্রুততম গোলও। এরপর ১৯ মিনিটে জয়ন্ত কুমার ও ৫৬ মিনিটে মঈন আহমেদ এনে দিয়েছেন দ্বিতীয় ও তৃতীয় গোল।
তবে তাঁরা কেউ নন, ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ফারইস্টের মশিউর রহমান। দ্বিতীয়ার্ধের শুরু থেকে বদলি হিসেবে নেমেছেন মশিউর। পুরো দলকে মাঝমাঠে সংগঠিত করেছেন, জয়ে রেখেছেন ভূমিকা। তাঁর হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির সদস্য, জাতীয় ফুটবল দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক ও ইস্পাহানি গ্রুপের পাহাড়তলী টেক্সটাইল লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান খান।
[ad_2]
Source link