Homeদেশের গণমাধ্যমে‘পুষ্পা-২’ সিনেমা প্রথম দিনে কত আয় করেছে

‘পুষ্পা-২’ সিনেমা প্রথম দিনে কত আয় করেছে

[ad_1]

ভারতজুড়ে সিনেমাপ্রেমীরা এখন ‘পুষ্পা-২’র মুগ্ধতায় ডুবে আছে। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা অভিনীত এ সিনেমা মুক্তি পেয়েছে ৫ ডিসেম্বর। এটি শুরু থেকেই রেকর্ড গড়ে যাচ্ছে।

‘পুষ্পা-২’ মুক্তির প্রথম দিনেই আয় করেছে ১৭৫ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ২২১ কোটি টাকারও বেশি। স্যাকনিক ডট কমের তথ্য অনুসারে, ‘পুষ্পা-২’ তেলেগু ভাষায় ৯৫ কোটি ১ লাখ, হিন্দিতে ৬৭ কোটি তামিল ভাষায় ৭ কোটি কন্নড় ভাষায় ১ কোটি মালায়লাম ভাষায় প্রথম দিনেই ৫ কোটি রুপি আয় করেছে। প্রথম দিনের আয়ের দিক থেকে ‘পুষ্পা-২’ বিশাল ব্যবধানে ‘আরআরআর’ সিনেমাটিকে টপকে গেছে। রাম চরণ, জুনিয়র এনটিআর অভিনী এ সিনেমা প্রথম দিনে ১৩৩ কোটি রুপি আয় করেছে।

‘পুষ্পা’ সিনেমাটি মুক্তির ৩ বছর পরে মুক্তি পেয়েছে এর সিকুয়াল ‘পুষ্পা-২’। এটির মুক্তির পর থেকেই ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের ঢল দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রেক্ষাগৃহ পূর্ণ হওয়ার একাধিক ভিডিও। অনেকেই এসেছেন আল্লু অর্জুনের শাড়ি পরা লুকের মতো মেক আপ করে। কেউ আবার এসেছেন আল্লু অর্জুনের প্ল্যাকার্ড, ছবি হাতে নিয়ে।

অগ্রিম বুকিংয়ের আলোকে অনেক রেকর্ড ভেঙেছে ‘পুষ্পা-২’। মুক্তির দিন সকাল ৮টা পর্যন্ত এ সিনেমা বক্স অফিসে ২১.০৪ কোটি রুপি ব্যবসা করেছে। ভারতের সিনেমা সংশ্লিষ্টরা আশা করছেন এ সিনেমা বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে।

তেলুগু ভাষার পাশাপাশি তামিল, কন্নড়, মালয়ালাম, হিন্দি, এমনকি বাংলাতেও মুক্তি পেয়েছে ‘পুষ্পা-২’। সিনেমাটি মুক্তির আগেই রেকর্ড গড়েছে। কয়েকদিন আগেই খুলে গিয়েছিল অগ্রিম বুকিং। আর সেই বুকিং কাউন্টার খোলার পরেই বিক্রি হয়ে গিয়েছিল রেকর্ড পরিমাণ টিকিট। জানা গেছে, ভারতজুড়ে অগ্রিম বুকিং খোলার প্রথম ১০ ঘণ্টার মধ্যে হিন্দি ভাষায় ‘পুষ্পা-২’ দেখার জন্য বিক্রি হয়েছিল ৫৫ হাজার টিকিট। হিন্দি সিনেমার ইতিহাসে এত তাড়াতাড়ি বিশাল পরিমাণ টিকিট বিক্রি হওয়ার রেকর্ড খুব কম রয়েছে।

মুক্তির আগেই ‘পুষ্পা-২’ সিনেমাটি ৩০ কোটি রুপি ব্যবসা করেছে। ভারতের তিনটি অন্যতম বড় ন্যাশানাল চেন, পিভিআর, আইনক্স ও সিনেপলিস-এ গত ২ ডিসেম্বরই বিক্রি হয়েছে ১ লাখ ৫২ হাজার ৫০০টির বেশি টিকিট। অন্যান্য চেনগুলোতে বিক্রি হয়েছে ৩১ হাজারেরও বেশি টিকিট। এ সিনেমাটি এরই মধ্যে ‘কল্কি’, ‘ফাইটার’, ‘আরআরআর’, ‘দৃশ্যম-২’র মতো সিনেমার রেকর্ড অতিক্রম করেছে।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত