Homeদেশের গণমাধ্যমেবিমানবন্দরে পর্যটকদের স্বাগত জানাবে আড়াই হাজার পান্ডা!

বিমানবন্দরে পর্যটকদের স্বাগত জানাবে আড়াই হাজার পান্ডা!

[ad_1]

ব্যস্ততম জায়গা বিমানবন্দরে নেমেই যদি কেউ দেখেন, তাকে স্বাগত জানাতে কয়েক হাজার পান্ডা অপেক্ষা করছে, তাহলে ব্যাপারটা কেমন হবে? আদুরে চেহারার এই সাদা-কালো প্রাণীটি যে কারো মন ভালো করে দেয়। এবার এই প্রাণীটিই বিমানবন্দরে আসা পর্যটকদের স্বাগত জানাতে অপেক্ষা করছে বিভিন্ন ভঙ্গিমায়।

কোনোটি কাত হয়ে শুয়ে, কোনোটি বসে আর কোনোটি চার পায়ে বা দুই পায়ে দাঁড়িয়ে। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এর কোনটিই সত্যিকারের নয়, বরং দেখতে হুবহু পান্ডার মতো। আসলে এটি পান্ডার ভাস্কর্য। বিমানবন্দরে আসা অতিথিদের স্বাগত জানাতে অভিনব এ আয়োজন করেছে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি হংকংয়ের একটি থিম পার্কে দুটি পান্ডাশাবক জন্ম নেয়। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে দর্শনার্থীরা ওশান পার্কে গিয়ে মা পান্ডা ইং ইং ও এর বাচ্চা দুটিকে দেখার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। যে থিম পার্কে পান্ডাশাবক দুটির জন্ম হয়েছে, সেটির নাম ওশান পার্ক।

শাবক দুটির জন্ম হলে হংকংয়ের বাসিন্দাদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। এই আনন্দকে পুঁজি করে ‘পান্ডা গো! ফেস্ট এইচকে’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পুনর্ব্যবহারযোগ্য রাবার ব্যারেল ও রেজিনসহ আরও কিছু উপাদান দিয়ে ওই পান্ডার ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছে।

নিজেদের অর্থনীতিকে আরও গতিশীল করতে চীনের স্বায়ত্তশাসিত বাণিজ্যনগরী হংকং পান্ডা প্রদর্শনীর এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত