Homeদেশের গণমাধ্যমে‘পাচার হওয়া অর্থ ফেরত এনে বন্ধ কারখানা চালু করতে হবে’

‘পাচার হওয়া অর্থ ফেরত এনে বন্ধ কারখানা চালু করতে হবে’

[ad_1]

পাচার হওয়া অর্থ দেশে ফেরত এনে বন্ধ থাকা কারখানা চালুর দাবি জানিয়েছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন। শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন আয়োজিত মানববন্ধনে তিনি এই দাবি জানান। 

আমিরুল হক আমিন বলেন, ‘বিগত ১৫ বছরে দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। অথচ অব্যবস্থাপনার সঙ্গে টাকার অভাবে পাট কেন্দ্রীক ২৬টি পাটকল, ৬৪টি সুতা-বস্ত্রকল এবং ৯টি চিনিকল বন্ধ রয়েছে। এতে লাখ লাখ লোক বেকার হয়েছে।’

তিনি বলেন, ‘বিগত সময়ে পাচার হওয়া এসব টাকার মালিক দেশের জনগণ। এই টাকার মালিক এ দেশের শ্রমিকরা। আমরা সরকারের কাছে দাবি জানাই, এই টাকা দেশে ফেরত আনতে হবে। এই টাকা দিয়ে বন্ধ থাকা কারখানা চালু করতে হবে। একটি করে কৃষি নির্ভর শিল্প কারখানা প্রতিষ্ঠা করতে হবে প্রতিটি উপজেলায়। এতে বেকারত্ব কমবে। সরকারকে অনুরোধ করবো, আমলাদের প্রেসক্রিপশনে কোনও দেশবিরোধী সিদ্ধান্ত যেন না নেয়।’ 

তিনি অভিযোগ করেন, ‘বিগত সময়ে সময়মতো পাট কিনলে দেশ থেকে ভালো মানের পাঠ কেনা যেতো। আড়তদার-ফড়িয়াদের থেকে অসময়ে খারাপ মানের পাট কিনে সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে। আখের রস ঠিকমতো সরবরাহ না করায় স্বভাবতই রস শুকিয়ে যায় এবং চিনির উৎপাদন কম হয়। এসব হয়েছে আমলাদের কারণে। তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি।’

তিনি বলেন, ‘আমলাদের প্রেসক্রিপশন না নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশকে আমরা লুটেরা, আমলা আর টাকা পাচারকারীদের হতে দেবো না।’

মানবন্ধনে অন্যান্য সংগঠনে নেতারাও বক্তব্য রাখেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত