Homeবিনোদনমায়ের শাড়িতে বিয়ের পিঁড়িতে তানজিকা আমিন

মায়ের শাড়িতে বিয়ের পিঁড়িতে তানজিকা আমিন

[ad_1]

বিয়ে করলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিকা আমিন। তাঁর জীবনসঙ্গীর নাম সাইফ বাসুনিয়া। তিনি অস্ট্রেলিয়াপ্রবাসী। আজ শুক্রবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অভিনেত্রীর বাসায় আকদ সম্পন্ন হয়। ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে নিজের বিয়ের খবর জানিয়েছেন তানজিকা আমিন।

বিয়ের ছবি তানজিকা আমিন। ছবি: অভিনেত্রীর সৌজন্যে

বিয়ের ছবি তানজিকা আমিন। ছবি: অভিনেত্রীর সৌজন্যে

২০১৮ সাল থেকে সাইফ বাসুনিয়ার সঙ্গে পরিচয় তানজিকার। পরিচয় গড়ায় বন্ধুত্ব ও প্রেমে। অবশেষে দুজনের বিয়ের মধ্য দিয়ে পরিণতি পেল সেই সম্পর্ক। তানজিকা বলেন, ‘সাইফকে ২০১৮ সাল থেকে চিনলেও কখনো তাঁকে বিয়ে করব, এমনটা ভাবিনি। আমাদের বন্ধুত্ব ছিল। সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল।’

বিয়ের ছবি তানজিকা আমিন। ছবি: অভিনেত্রীর সৌজন্যে

বিয়ের ছবি তানজিকা আমিন। ছবি: অভিনেত্রীর সৌজন্যে

বিয়েতে মায়ের শাড়ি পরেছিলেন তানজিকা। শুধু শাড়ি নয়, তানজিকার গয়নাও ছিল পুরোনো ডিজাইনের। তানজিকা আমিন বলেন, ‘বেশ কয়েক বছর আগে আমার মায়ের বিয়ের শাড়ি দিয়ে ওড়না বানানোর কথা ভেবেছিলাম, বিয়ের ওড়না। যে আমার বিয়ের কস্টিউম ডিজাইন করেছে, সে পরামর্শ দিল বিয়েতে এই শাড়ি পড়লেই বেশি ভালো লাগবে। পরে এর সঙ্গে মানায় এমন ওড়না, ব্লাউজ ও অন্য সবকিছু সে-ই বানিয়ে দিয়েছে। আমি যে গয়না পরেছি, সেটাও ৫০ বছর আগের নকশায় করা।’

বিয়ের ছবি তানজিকা আমিন। ছবি: অভিনেত্রীর সৌজন্যে

বিয়ের ছবি তানজিকা আমিন। ছবি: অভিনেত্রীর সৌজন্যে

একেবারে হুট করেই বিয়ের সিদ্ধান্ত হওয়ায় কোনো আয়োজন করা সম্ভব হয়নি বলে জানান তানজিকা। শিগগিরই সবাইকে নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা আছে তাঁর। এটি তানজিকার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৮ সালে নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেছিলেন তিনি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত