[ad_1]
সংসার কিংবা ব্যক্তি জীবনের আগল থেকে ক্রমশ বিকশিত হচ্ছেন পরীমণি। ক’দিন আগেই প্রকাশ হলো তার প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। সাড়া মেলেনি মন্দ। গ্ল্যামারাস নায়িকা অবতার থেকে চরিত্রাভিনেত্রী হয়ে ওঠার অন্যতম পাঠচক্র ছিলো সিরিজটি।
এরমধ্যে পরী খবর জানালেন ওপার বাংলার। নতুন বছরের শুরুতেই টলিউডে অভিষেক হচ্ছে তার। নায়ক সোহমের সঙ্গে ‘ফেলুবক্সী’ নামের এই সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ১৭ জানুয়ারি।
ফেলুবক্সী সিনেমায় ‘লাবণ্য’ চরিত্রে অভিনয় করেছেন পরী। সোহম চক্রবর্তী ছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। ঠিক কী কারণে ঢালিউডের এক দশক পেরিয়ে টলিউডের এই ছবিটি করতে রাজি হয়েছেন পরী? জবাব দিলেন এভাবে, ‘লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, তখন মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো। সেই কারণে চরিত্রটা করেছি। কতটা ভালো পেরেছি বা পারছি, সেটা দর্শক বলবে।’
সিনেমাটি নির্মাণ করেছেন দেবরাজ সিনহা। শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে।
সিনেমাটি থ্রিলার ঘরানার। নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। ফেলুবক্সী চরিত্রটি স্মার্ট এবং প্রযুক্তির সাথে আপডেটেড। সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে খুব ভালোবাসে আর বাসে রহস্যের সমাধান করতে। যে রহস্যের কেন্দ্রে থাকেন পরীমণি।
[ad_2]
Source link