Homeদেশের গণমাধ্যমেঅবসর নিয়ে নিজের পরিকল্পনা জানালেন অর্থনীতিবিদ রেহমান সোবহান

অবসর নিয়ে নিজের পরিকল্পনা জানালেন অর্থনীতিবিদ রেহমান সোবহান

[ad_1]

এরই এক ফাঁকে জানান অবসর নিতে আর খুব বেশি দেরি করবেন না বর্তমানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যানের দায়িত্ব পালনকারী রেহমান সোবহান। তিনি বলেন, ‘এখন আমার বয়স ৯০ বছর। আমি তৃতীয় আত্মজীবনী লিখছি। এটা লেখা হলে কলম ছুড়ে ফেলব। তখন টিভিতে সিরিয়াল দেখব।’

এর আগে আত্মজীবনীর দুই খণ্ড লিখেছেন তিনি। আত্মজীবনীর নাম আনট্রাঙ্কুয়েল রিকালেকশনস। এই শিরোনামের পর খণ্ড দুটির নামকরণ হয়েছে এভাবে—দ্য ইয়ার্স অব ফুলফিলমেন্ট এবং ফ্রম ডন টু ডার্কনেস। খণ্ড দুটির মাধ্যমে রেহমান সোবহান তাঁর জীবনকে দুটি পর্বে মলাটবদ্ধ করেছেন।

প্রথম খণ্ডের ব্যাপ্তিকাল রেহমান সোবহানের জন্ম থেকে ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত, যেদিন তিনি মূলত স্বাধীন দেশের রাজধানী হিসেবে ঢাকাতে প্রথম পা রাখেন। আর পরের খণ্ডটি শুরু হয়েছে ১৯৭২ সালের প্রথম দিন থেকে এবং ১৯৭৫ সালের শেষ পর্যন্ত। ভারতীয় প্রকাশনা প্রতিষ্ঠান সেজ পাবলিকেশনস থেকে আগে এ দুটো প্রকাশিত হয়েছিল। পরে ইউপিএল নতুন করে এগুলো প্রকাশ করে।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত